শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

শঙ্কা কাটেনি খাদিজার অবস্থা জানা যাবে আজ

নিজস্ব প্রতিবেদক

শঙ্কা কাটেনি খাদিজার অবস্থা জানা যাবে আজ

ছাত্রলীগ নেতার চাপাতির কোপে গুরুতর আহত খাদিজা বেগম নার্গিসের অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে প্রথমবারের মতো তার ডান পা সামান্য নড়াচড়া করতে দেখেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের নির্ধারিত ৭২ ঘণ্টা সময় গতকাল বিকালে পেরিয়ে গেছে। চিকিৎসকরা আজ দুপুরে খাদিজার শারীরিক অবস্থার বিস্তারিত জানাবেন। খাদিজার মামা আবদুল বাসেদ জানান, ‘খাদিজার অপারেশনকারী চিকিৎসক নিউরো সার্জন ডা. এ এম রেজাউস সাত্তার তাদের জানিয়েছেন খাদিজার বর্তমান পরিস্থিতির জন্য আরও সময় দরকার।’ খাদিজার ভাই শাহীন বলেন, খাদিজার ডান পা নড়াচড়া করতে দেখা গেছে বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন। স্কয়ার হাসপাতালের অ্যাসোসিয়েট মেডিকেল ডিরেক্টর এবং মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের কন্সালট্যান্ট ডা. মির্জা নাজিমুদ্দিন গতকাল দুপুরে সাংবাদিকদের জানান, খাদিজাকে ‘পর্যবেক্ষণে’ চিকিৎসকদের দেওয়া ৭২ ঘণ্টা সময় শেষ হচ্ছে বিকাল ৫টায়। তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। যেহেতু অবস্থার অবনতি হয়নি, তাই বলা যায় কিছুটা ইতিবাচক। তিনি বলেন, ‘এটি একটি মেডিকেল প্রসিডিউর। শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে খাদিজার অবস্থা জানতে হলে। চিকিৎসক রেজাউস সাত্তার জানান, পরিস্থিতির উন্নতি হলে তার হাতসহ শরীরের অন্য জখমের জন্য ‘অর্থোপেডিক চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছিলেন নিউরো সার্জন সাত্তার। গত সোমবার শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার ভোরে তাকে ঢাকায় আনা হয়। এ দিন দুপুরে স্কয়ার হাসপাতালে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখেন। খাদিজাকে কুপিয়ে আহত করার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বদরুলকে বহিষ্কার করেছে। বদরুল হামলার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

সর্বশেষ খবর