শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
যুক্তরাষ্ট্রে ভোটের বাকি এক মাস

হিলারি-ট্রাম্পের দ্বিতীয় বিতর্ক কাল

প্রতিদিন ডেস্ক

ঠিক আর এক মাস পর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির প্রধান দুই দল ডেমোক্র্যাটিক পার্টি ও রিপাবলিকান পার্টির দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প ঠিক আর এক মাস পর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির প্রধান দুই দল ডেমোক্র্যাটিক পার্টি ও রিপাবলিকান পার্টির দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প নাওয়া-খাওয়া ভুলে এখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। এই প্রার্থীরা এর আগে গত সপ্তাহে প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নেন। তাতে জয়ী হন হিলারি। দ্বিতীয় মুখোমুখি বিতর্ক হবে আগামীকাল। এই বিতর্ক অনুষ্ঠিত হবে ওয়াশিংটনের সেন্ট লুইস ইউনিভার্সিটিতে। দ্বিতীয় এই বিতর্কের জন্য সব প্রস্তুতি শেষ করেছেন দুই প্রার্থী। কঠিন প্রস্তুতি নিয়েছেন দুই প্রার্থীই। এই বিতর্কে হিলারি তার প্রথম বিতর্কের জয় ধরে রাখার চেষ্টা করবেন এবং ট্রাম্প প্রথম বিতর্কের ব্যর্থতা মুছে উন্নতি করার ছক এঁকেছেন। রিপাবলিকান নীতি নির্ধারকেরা এই বিতর্কে হিলারিকে আক্রমণ করার জন্য হিলারির স্বামী অর্থাৎ বিল ক্লিনটনের যৌন কেলেঙ্কারিকে অস্ত্র হিসেবে ব্যবহারের পরামর্শ দিয়েছেন। বিল ক্লিনটন প্রেসিডেন্ট থাকা অবস্থায় হোয়াইট হাউসের কর্মকর্তা মনিকা লিউনস্কির সঙ্গে কেলেঙ্কারিতে জড়ান। ট্রাম্প এই এই কেলেঙ্কারিতে ব্যবহার করে বিতর্কে জিতে জনপ্রিয়তা বাড়াতে চান। এই বিতর্কে সঞ্চালক হিসেবে থাকবেন এবিসি নিউজের মার্থা রাড্ডাটজ। এদিকে ট্রাম্পের বিরুদ্ধে বিষোদগার থেমে নেই রিপাবলিকান শিবিরে। সাবেক মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট সিনিয়র বুশ ও তার পুত্রবধূ সাবেক ফার্স্ট লেডি হিলারিকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন। গত বুধবার ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্টদের বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। তাতে ভাইস প্রেসিডেন্ট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থীদের মূর্খ বলে মন্তব্য করেছেন। এদিকে সাম্প্রতিক একাধিক জরিপে হিলারি এগিয়ে রয়েছেন। হিলারি ট্রাম্পের চেয়ে জাতীয়ভাবে এবং সুইং স্টেটগুলোতে এগিয়ে আছেন। হিলারির প্রচারণা উপদেষ্টারা জানিয়েছেন, হিলারি মূলত এখন বিতর্কের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। অন্য সবকিছুর চেয়ে বিতর্কটাই তার কাছে গুরুত্বপূর্ণ। কারণ বিতর্ক কোটি  কোটি মানুষ দেখেন। প্রথম বিতর্ক ১০ কোটি মানুষ  দেখেছেন বলে সিএনএন জানিয়েছে। হিলারি চলতি সপ্তাহে কিছু সহযোগীকে বাছাই করেন। তারা বিতর্কে ট্রাম্পের বিরুদ্ধে আরও বেশি আক্রমণ করার এবং দর্শক সারি থেকে যেসব প্রশ্ন আসে তার উত্তর সঠিকভাবে  দেওয়ার বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন। ট্রাম্পও বুধবার নাভাদায় বিতর্কের জন্য প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে। তিনি বৃহস্পতিবার নিউ হ্যাম্পশায়ারের টাউন হলে বিতর্ক প্রস্তুতি নিবেন বলে তার প্রচারণা কমিটি সূত্রে জানা যায়। গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমস।

সর্বশেষ খবর