শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর নির্দেশ না মানা ভয়ঙ্কর দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর নির্দেশ না মানা ভয়ঙ্কর দৃষ্টান্ত

ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত নানা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশের পরও তা বাস্তবায়ন না হওয়া ভয়ঙ্কর দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, ‘পদোন্নতিসহ নানা বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা সত্ত্বেও কীভাবে তা বাস্তবায়ন হয় না? তাহলে কোন দেশে আছি আমরা? প্রধানমন্ত্রীর নির্দেশ মানা  হয় না- এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়।’ তিনি গতকাল আইডিইবির প্রতিনিধি সভায় এ কথা বলেন। এ সভায় আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান লিখিত বক্তব্যে ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি না হওয়া, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ বন্ধসহ পেশাগত নানা সমস্যার কথা তুলে ধরেন। একই সঙ্গে এসব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়া সত্ত্বেও কাজ হচ্ছে না বলে উল্লেখ করেন। জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ প্রকৌশলীদের উদ্দেশে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়ার পরও নির্দেশ বাস্তবায়ন না হওয়া ভয়ঙ্কর দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত তো শেখ হাসিনার সরকারে থাকতে পারে না। আপনারা অনেকগুলো বিষয় উপস্থাপন করেছেন, তা সরকারের বিবেচনায় নেওয়া উচিত। কেন এগুলো বাস্তবায়ন হয় না, কোন কারণে এগুলো আলোর মুখ দেখে না-সেগুলো আমাদের খুঁজে দেখা প্রয়োজন। আমি আপনাদের সঙ্গে বসার প্রতিশ্রুতি দিচ্ছি। এটা ১৫ দিনের মধ্যেই হতে পারে। যে বিষয়গুলো আপনারা উল্লেখ করেছেন এগুলো আলোচনার মাধ্যমে সুরাহা করা সম্ভব। আমি প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করব- আপনি নির্দেশ দেওয়ার পরও বাস্তবায়ন হয় না, তাহলে রাষ্ট্র কীভাবে চলবে?’ আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান।

সর্বশেষ খবর