শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ছাত্রলীগের মূল্যবোধের অভাব

নিজস্ব প্রতিবেদক

ছাত্রলীগের মূল্যবোধের অভাব

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশের মানুষের মূল্যবোধের কোনো অভাব হয়নি। মূল্যবোধের অভাব হয়েছে আওয়ামী লীগ-ছাত্রলীগের। প্রধানমন্ত্রীর উচিত ছিল ছাত্রলীগের অপকর্মের জন্য সংসদে দাঁড়িয়ে জাতির কাছে ক্ষমা চাওয়া।’ গতকাল জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ স্মরণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। স্বাধীনতা ফোরাম সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, খালেদা ইয়াসমিন, ফরিদ উদ্দিন, কাজী মনিরুজ্জামান মনির, ইসমাইল তালুকদার প্রমুখ। ড. মোশাররফ বলেন, ‘বর্তমান সরকারই অনৈতিকভাবে গঠিত হয়েছে। একটি সরকার গঠন করতে দেড় শতাধিক সংসদ সদস্য প্রয়োজন হয়, সেখানে ১৫৩ জনই বিনা ভোটে এমপি হয়েছেন। এর রেশ এখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে। ছাত্রলীগকে সরকার চাঁদাবাজি, টেন্ডারবাজি, হত্যাসহ যাবতীয় অপকর্মের ফ্রি লাইসেন্স দিয়েছে। শুধু খাদিজা বেগম নার্গিস নয়, সারা দেশে তারা নারী নির্যাতনসহ সব ধরনের অপকর্ম করছে তারা। ছাত্রলীগ নষ্ট হয়ে গেছে।’

সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী উপলব্ধি করেছেন মূল্যবোধের অভাবে চাপাতি দিয়ে খাদিজাকে হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি বললেন না, ছাত্রলীগের ছেলেরা এ অপকর্ম করেছে। এর জন্য তিনি জাতির কাছে ক্ষমাও চাইলেন না।’ নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি করার বিষয়ে তিনি বলেন, ‘অতীতে সার্চ কমিটির ভূমিকা আমরা দেখেছি। তারা রকিব মার্কা ইসি জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছে; যারা জাতীয় থেকে স্থানীয় কোনো নির্বাচনই সুষ্ঠু করতে পারেনি।’ অতীতে সংসদে প্রতিনিধিত্ব করা দলগুলো নিয়ে সার্চ কমিটি গঠন করে ইসি নিয়োগের দাবি জানান তিনি।

সর্বশেষ খবর