রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

টাঙ্গাইলে শ্বাসরুদ্ধকর পাঁচ ঘণ্টা

টাঙ্গাইল প্রতিনিধি

ছাত্র পরিচয়েই জঙ্গিরা ভাড়া নেয় কাগমারার আজহার উদ্দিন মাস্টারের বাড়ি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ওই বাড়িতেই গড়ে তোলে জঙ্গি আস্তানা। তবে বেশিদিন বিষয়টি গোপন রাখতে পারেনি জঙ্গিরা। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলা শ্বাসরুদ্ধকর র‌্যাবের পাঁচ ঘণ্টার অভিযানেই ভণ্ডুল হয়ে যায় তাদের সব পরিকল্পনা। ওই বাড়ি থেকেই উদ্ধার হয় নিহত দুই জঙ্গির লাশ। জব্দ করা হয় বিপুল পরিমাণ চাপাতি, একটি রিভলবার, একটি পিস্তল দেশে তৈরি অস্ত্র। অভিযানে র‌্যাব-১২-এর অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক শাহাবুদ্দিন খান, টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলমসহ বিপুলসংখ্যক পুলিশ অংশ নেন। নিহতদের লাশ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তাদের একজনের আনুমানিক বয়স ২০ এবং অন্যজনের ২৫ বছর। বাড়িওয়ালা আজাহার উদ্দিন মাস্টার জানান, ২৭ সেপ্টেম্বর ওই যুবকরা ছাত্র পরিচয়ে নিচ তলার একটি কক্ষ ভাড়া নেয়। তাদের কাছে ছবি ও ঠিকানা চাইলে জানায় দু-এক দিনের মধ্যেই দেবে। এরই মধ্যে গতকাল র‌্যাব সদস্যরা বাসায় এসে জিজ্ঞাসা করতেই র‌্যাবের এক সদস্যকে কক্ষের বাইরে থাকা জঙ্গিরা জাপটে ধরে। পরে তাদের মধ্যে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। পরে র‌্যাবের ওপর অন্য জঙ্গিরা কক্ষের ভিতর থেকে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। বাড়িওয়ালা আরও জানান, বাড়ি ভাড়া দিয়েই তিনি তবলিগ জামাতের চিল্লায় চলে যান। এজন্য ওই দুজনের নামও তার মনে নেই। তার তিন তলা বাড়িটির নিচ তলা ভাড়া নিয়েছিল ওই দুজন। সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গোলাগুলির শব্দে বার বার কেঁপে উঠছিল টাঙ্গাইল শহরের কাগমারা গ্রামের মির্জাবাড়ীর মাঠের চারপাশ। উত্সুক মানুষ ঘিরে রেখেছিল জঙ্গি আস্তানার চারপাশ। সবারই এক প্রশ্ন— কী হতে চলছে টাঙ্গাইলে? আরও আস্তানা রয়ে গেল না তো? র‌্যাব-১২-এর অধিনায়ক শাহাবুদ্দিন খান জানান, কাগমারা মির্জাবাড়ীর মাঠে আজাহার উদ্দিন মাস্টারের বাড়িতে ছাত্র পরিচয়ে ২৭ সেপ্টেম্বর জঙ্গিরা নিচ তলার একটি কক্ষ ভাড়া নেয়। দেশব্যাপী জঙ্গি অভিযান চলমান থাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে ওই বাড়িতে জঙ্গি আস্তানায় তাদের কার্যক্রম চলছে। বিষয়টি নিশ্চিত হয়ে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাবের সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় আল্লাহু আকবর ধ্বনি দিয়ে জঙ্গিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালালে দুই জঙ্গি নিহত হয়।

সর্বশেষ খবর