রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

খাদিজার অবস্থার উন্নতি, বিদেশে পাঠানোর দাবি

নিজস্ব প্রতিবেদক

খাদিজার অবস্থার উন্নতি, বিদেশে পাঠানোর দাবি

সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির কোপে মারাত্মক আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের সংকট না কাটলেও তার অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে পরিবারের সদস্য ও বিক্ষুব্ধ সিলেটবাসী উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন।

৯৬ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে গতকাল চিকিৎসকরা জানিয়েছেন, খাদিজার বেঁচে ওঠার সম্ভাবনা বেড়েছে। দুই থেকে চার সপ্তাহ পর তার নিউরোলজিক্যাল অবস্থা জানা যাবে। অপারেশনের পর ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ শেষে সকালে চিকিৎসকরা খাদিজার অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের কনসালট্যান্ট ডা. মির্জা নাজিম উদ্দীন বলেন, যেহেতু একটা রোগী মুমূর্ষু অবস্থায় আছে, যার নিউরোলজিক্যাল স্ট্যাটাস অত্যন্ত কম, তার জন্য সময় নির্ধারণ করে বলা যাবে না যে, সে কতক্ষণে ঠিক হবে। সময়ই বলবে তার সুস্থ হতে কত সময় লাগবে। হাসপাতালের নিউরো সার্জন রেজাউল সাত্তার বলেন, খাদিজা কনসাস নয়। তবে ব্যথা দিলে রেসপন্স করছে। ব্যথা দিয়ে দেখেছি তাকাচ্ছে, ডান হাত ও পা নাড়াচ্ছে। আমাদের প্রাথমিক উদ্দেশ্যটা ছিল তার জীবন বাঁচানো। সেখানে আশা খুব কম ছিল। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের কাজ করতে হয়েছে। ৯৬ ঘণ্টা পরে এসে আমরা বলতে পারব, হয়তো ওর বেঁচে থাকার সম্ভাবনা খানিকটা বৃদ্ধি পেয়েছে। এত বড় একটি ঘটনার পর আমরা আশা করি না ও সঙ্গে সঙ্গে উঠে বসবে বা কথা বলবে। হয়তো কয়েক মাস বা সপ্তাহ পর ওর রেসপন্স কেমন হবে— সে সম্পর্কে আরও ভালো আইডিয়া দেওয়া যাবে। এদিকে খাদিজাকে নির্মমভাবে কোপানোর প্রতিবাদে এবং বর্বর বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টানা পঞ্চম দিনের মতো গতকাল সিলেটে আন্দোলন অব্যাহত ছিল। এ সময় বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে ‘বদ’ বদরুলকে অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় কঠোর শাস্তির দাবি জানানো হয়। সদর উপজেলার তেমুখীতে এই মানববন্ধন করেছে নগরীর কোর্টপয়েন্টে মুসলিম ঐক্য পরিষদ, চৌহাট্টায় সামাজিক সংগঠন আলোকবর্তিকা, সিলেট সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরামসহ বিভিন্ন সংগঠন। আর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহানগর বিএনপির উদ্যোগে আরেকটি মানববন্ধন করা হয়েছে। এ মানববন্ধনে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা সামিয়া চৌধুরী বক্তব্য দেন।

সর্বশেষ খবর