রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মাশরাফিদের ‘ডু অর ডাই’ ম্যাচ

মেজবাহ্-উল-হক

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও গত বছর প্রথম ম্যাচে হেরে গিয়েছিল বাংলাদেশ। তারপর টানা দুই ম্যাচ জিতে সিরিজ হাতের মুঠোয় নেয় মাশরাফিরা। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে এখনো সিরিজ জয়ের সুযোগ রয়েছে টাইগারদের। তবে আজ হারলেই সর্বনাশ! এক ম্যাচ আগেই সিরিজটা হয়ে যাবে নিয়ম রক্ষার। সে কারণেই আজকের ম্যাচটি মাশরাফিদের জন্য ‘ডু অর ডাই’। বাংলাদেশ প্রথম ম্যাচে হেরেছে ভুলের সমাহার ঘটিয়ে। বোলিং ভালো হয়নি। ফিল্ডিং মিস। আর লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় জেতা ম্যাচেও যেন হেরে গেল মাশরাফিরা। ক্রিকেটে অলৌকিক অনেক ঘটনাই ঘটে। তাই বলে এমন ম্যাচ মেনে নেওয়া কঠিন। ২০১২ সালে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর গত টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পরাজয়টি এদেশের ক্রিকেট পাগল ভক্তদের কাঁদিয়ে ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেও আরেকবার কাঁদলেন ভক্তরা। হাতের মুঠোয় থাকা এমন ম্যাচে হেরে ক্রিকেটাররাও যেন কিংকর্তব্যবিমূঢ়।

এমন হারের কোনো ব্যাখ্যা নেই। তবে কষ্ট পেলেও ভেঙে পড়েননি ক্রিকেটাররা। বরং আজকের ম্যাচে জয়ের জন্য উদ্দীপ্ত বাংলাদেশ। এখনো টাইগারদের চোখে-মুখে সিরিজ জয়ের স্বপ্ন। গতকাল জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ বলেন, ‘সিরিজ হারার কথা চিন্তাই করছি না। ইতিবাচক কথাই বলব। আমরা সামনের দিকে তাকাচ্ছি। এই সিরিজ জয়ের ক্ষমতা আমাদের আছে।’ প্রথম ম্যাচে পরাজয়ের পর ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।  তিনি মনে করেন, ইংল্যান্ড এমন কোনো কঠিন দল নয়। জয়ের আশাবাদ ব্যক্ত করে বোর্ড সভাপতি বলেন, ‘সামনে জিতব আমরা। ওরা আমাদের এমন কোনো খেলা দেখায়নি যে আমরা ওদের সঙ্গে পারছি না। আমাদের সামর্থ্যের দুই একটা খেলোয়াড় ছাড়া কেউ খেলতেই পারেনি প্রথম ম্যাচে। যদি ৫০ শতাংশও দিতে পারত অবশ্যই আমরা জিততাম। আমার মনে হয় সামনে আমাদের সামর্থ্য অনুযায়ী খেললে এই ইংল্যান্ড দলের সঙ্গে জেতাটা কঠিন কোনো কিছু নয়।’ প্রথম ম্যাচে হারলেও আজকের ম্যাচে ইংল্যান্ডকে এগিয়ে রাখতে চায় না বাংলাদেশ। ইংল্যান্ড যে বীরত্ব দেখিয়ে জিতেছে এমন নয়। মাশরাফিরা হেরেছে নিজেদের ভুলেই। তাই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আজকের ম্যাচে দৃঢ় প্রত্যয়ে মাঠে নামছে বাংলাদেশ।

সর্বশেষ খবর