রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

জিয়াকে যে কোনো সময় ধরা হবে

নিজস্ব প্রতিবেদক

জিয়াকে যে কোনো সময় ধরা হবে

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সামরিক শাখার প্রধান চাকরিচ্যুত মেজর জিয়াউল হক ওরফে মেজর জিয়া গোয়েন্দা সংস্থার নজরদারিতে রয়েছেন। যেকোনো সময় তাকে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল দুপুরে রাজধানীর স্বামীবাগে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি দেবাশীষ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মেজর জিয়া আমাদের নজরদারিতে আছেন। তাকেও আমরা যে কোনো সময় ধরে ফেলব। পরিকল্পনা অনুযায়ী জড়িত ব্যক্তিদের সবাইকে চিহ্নিত করা হয়েছে। অনেকে ধরাও পড়েছেন। বাকিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছেন। গাজীপুর ও টাঙ্গাইলের অভিযান নিয়মিত অভিযানেরই অংশ। পুলিশ ও র?্যাবের যৌথ নেতৃত্বে গাজীপুরে অভিযান হয়েছে। টাঙ্গাইলেও একটা ঘটনা ঘটেছে। আরও দু-এক জায়গায় এই অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর