Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭
প্রকাশ : রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৮ অক্টোবর, ২০১৬ ২৩:৩৯
হাসপাতালে অধ্যাপক মোজাফফর
নিজস্ব প্রতিবেদক
হাসপাতালে অধ্যাপক মোজাফফর

ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ রাজধানীর বসুন্ধরায় এ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন। অধ্যাপক ডা. মজিবুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার।

অধ্যাপক মোজাফফর আহমদের দেহের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার সব রিপোর্ট ভালো বলে জানা গেছে। ফিজিওথেরাপির মাধ্যমে তিনি হাঁটতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট চিকিৎসক। মেরুদণ্ডে ব্যথার কারণে দীর্ঘদিন শয্যাসায়ী তিনি। উপমহাদেশে বাম রাজনীতির পুরোধাদের অন্যতম ৯৪ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিক গত বৃহস্পতিবার  হাসপাতালে ভর্তি হন। তিনি এ্যাপোলো হাসপাতালের ৭ তলায় ৩০১ নম্বর রুমে ভর্তি রয়েছেন।

up-arrow