সোমবার, ১০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ভারত থেকে তেল আমদানি করা হবে

নিজস্ব প্রতিবেদক

ভারত থেকে তেল আমদানি করা হবে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকার দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট কাটাতে উত্তরাঞ্চল দিয়ে ভারত থেকে জ্বালানি তেল আমদানি করার কথা ভাবছে। এ লক্ষ্যে ভারতের সঙ্গে মৌখিক আলোচনাও হয়েছে। উত্তরাঞ্চল থেকে পাইপ লাইনের মাধ্যমে এ তেল আমদানি করা হবে। ভারত সফর নিয়ে আলোচনা প্রসঙ্গে গতকাল সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা জানান। প্রতিমন্ত্রী জানান, ভারতের নুমালিগড়ে একটি তেল শোধনাগার রয়েছে। সেখান থেকে তেল শোধন করে বাংলাদেশের উত্তরবঙ্গ ও খুলনায় সরবরাহ করা হবে। ভারত থেকে এই তেল ক্রয় করা হবে। আর এই পাইপলাইন নির্মাণের জন্য দুই দেশের মধ্যে একটি ঋণচুক্তি হয়েছে। এই চুক্তির মধ্যে থেকেই পাইপলাইনের খরচ বহন করা হতে পারে অথবা তেল আমদানির প্রিমিয়াম থেকে খরচ মেটানো হতে পারে। তবে আপাতত খরচ ভারতই দেবে। এর মাধ্যমে ভারত থেকে সাশ্রয়ী মূল্যে তেল কেনা সম্ভব হবে। বর্তমানে চট্টগ্রাম থেকে রংপুর ও দেশের উত্তরাঞ্চলে তেল পরিবহনে ব্যারেল প্রতি আট ডলার খরচ পড়ে। ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে তেল আনতে পারলে এই আট ডলার সাশ্রয় করা যাবে। তিনি বলেন, এ ছাড়া ভুটান থেকে বিদ্যুৎ আমদানির বিষয়টিও চূড়ান্ত হয়েছে। ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে এই বিদ্যুৎ আমদানির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ভারতের পূর্বাঞ্চল থেকে বাংলাদেশের জাতীয় সঞ্চালন লাইন ব্যবহার করে দেশটির পশ্চিমাঞ্চলে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ পরিবহন করা হবে।

সর্বশেষ খবর