মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

চুক্তিতত্ত্বের গবেষণায় অর্থনীতিতে নোবেল

প্রতিদিন ডেস্ক

চুক্তিতত্ত্বের গবেষণায় অর্থনীতিতে নোবেল

অলিভার হার্ট - হোলমস্টরম

অর্থনীতিতে এবার যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ অলিভার হার্ট ও ফিনল্যান্ডের অর্থনীতিবিদ বেংগত হোলমস্টরম। অর্থনীতির চুক্তিতত্ত্ব বা কনট্রাক্ট থিউরির বিষয়ে বিশেষ অবদান রাখায় তাদের এই পুরস্কার দেওয়া হলো। আধুনিক অর্থনীতি হাজারো চুক্তিতে আষ্টেপৃষ্ঠে বাঁধা; আর চুক্তির সঙ্গে অর্থনীতির এই সম্পর্কের তত্ত্ব তাদের নোবেল জিতে দিয়েছে।

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস গতকাল তাদের নাম ঘোষণা করে। নোবেল কমিটি বলেছেন, কন্ট্রাক্ট থিওরি নিয়ে এই দুই গবেষকের কাজ উচ্চপদের ব্যক্তিদের কর্মদক্ষতার ওপর ভিত্তি করে বেতন নির্ধারণের মতো বিষয় বুঝতে  সহায়ক হয়েছে। অলিভার হার্ট যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক। আর হোলমস্টরম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অর্থনীতি ও ব্যবস্থাপনা বিষয়ের অধ্যাপক। নোবেল পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন হার্ট ও হোলমস্টরম। আগামী ১০ ডিসেম্বর তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। ভোক্তার রুচি বিশ্লেষণ করে দারিদ্র্য নির্মূলের পথ  দেখানোয় গত বছর অর্থনীতির নোবেল পান ব্রিটিশ বংশোদ্ভূত অর্থনীতিবিদ অ্যাঙ্গাস ডিটন। এএফপি

সর্বশেষ খবর