বুধবার, ১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রামে ফাইনাল আজ, শঙ্কা বৃষ্টির

ভুল করিনি, সরি নয় : মাশরাফি

মেজবাহ্-উল-হক

চট্টগ্রামে ফাইনাল আজ, শঙ্কা বৃষ্টির

ক্ষোভের আগুনে জ্বলছে দুই দলই। ইংলিশ অধিনায়ক জস বাটলার এমনিতেই আগের ম্যাচে পরাজয়টা মেনে নিতে পারছেন না। সেই সঙ্গে টাইগারদের বুনো উল্লাস যেন তার বুকটা এফোঁড়-ওফোঁড় করে দিচ্ছে। অন্যদিকে ইংলিশ ক্রিকেটাররা আক্রমণাত্মক আচরণ করলেও জরিমানা দিতে হলো কেবল মাত্র বাংলাদেশের দুই ক্রিকেটারকে, এই বিষয়টি টাইগারদের যেন তাতিয়ে দিয়েছে। আজ মাঠেই পারফরম্যান্স দিয়ে ইংল্যান্ডকে একটা কড়া জবাব দিতে চায় বাংলাদেশ দল। সে কারণেই আগের দুই ম্যাচে ১-১ সমতা হওয়া সিরিজে আজকের ‘অঘোষিত’ ফাইনাল ম্যাচটি রূপ নিয়েছে মহাফাইনালে। তবে সব উত্তাপই নিরুত্তাপ হয়ে যাবে যদি বৃষ্টি হয়। আবহাওয়ার পূর্বাভাস সত্যি হলে দুপুরে বৃষ্টি হওয়ারই কথা। অবশ্য তাতেও দর্শকদের উদ্বীগ্ন হওয়ার কিছু নেই। কেননা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা এতো চমৎকার যে, মুষলধারে বৃষ্টি হলেও মাঠ খেলার জন্য প্রস্তুত করতে ঘণ্টা খানেকের বেশি লাগে না। আজকের ম্যাচটি মাশরাফিদের মাইলফলক স্পর্শ করার ম্যাচ। জিতলেই ঘরের মাঠে টানা সপ্তম সিরিজ জয়ের রেকর্ড গড়বে বাংলাদেশ। তাই সব বিতর্ক ভুলে খেলায় মন দেওয়ার কথা বলেছেন মাশরাফি। টাইগার ক্যাপ্টেনের ভাষ্য, ‘আমরা কোনো ভুল করিনি। স্যারি বলার প্রশ্নই আসে না। তবে এখন আমরা পুরোপুরি স্বাভাবিক। কেউ ওসব নিয়ে ভাবছে না। এই ম্যাচে কীভাবে ভালো খেলা যায়, আমরা সে চিন্তা করছি। আমরা শুধু ক্রিকেটেই মন দিতে চাই।’ ইংলিশ অলরাউন্ডার মঈন আলী মনে করেন, বিতর্কের ঘটনাটি এই ম্যাচকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। এখন দুই দলই চাইবে যেকোনোভাবে জিততে। এতে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে। তবে ইংলিশ কোচ ট্রেভর বেলিসের ধারণা, বিতর্কের বিষয়টি খেলায় কোনো প্রভাব ফেলবে না। বরং বাংলাদেশের পারফরম্যান্স নিয়েই যেন তিনি চিন্তিত! মাশরাফিদের প্রশংসা করে বেলিস বলেন, ‘বাংলাদেশ এখন আর সহজ প্রতিপক্ষ নয়। গত দেড় বছরে যে দলই এখানে এসেছে তারা বুঝে গেছে বাংলাদেশ আর আগের সেই দলটি নেই। এখন দুর্দান্ত।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর