বুধবার, ১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য

প্রতিদিন ডেস্ক

সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ঐক্য, ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের মানুষের ঐতিহ্য। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাবাহিকতা বজায় রেখে সবাইকে জাতীয় উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়েছেন। খবর বাসসের। দুর্গাপূজা উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি গভীর থেকে উদ্ভূত। রাষ্ট্রপতি দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের জন্য গতকাল বঙ্গভবনে এ সংবর্ধনার আয়োজন করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও তার পত্নী রাশিদা খানম অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

রাষ্ট্রপতি হামিদ বলেন, ধর্ম সম্প্রদায়ের, কিন্তু উৎসব সর্বজনীন। ‘সকল ধর্মের মূলমন্ত্র মানব কল্যাণ’ বলেও তিনি উল্লেখ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ যোগ দেন। অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর