বুধবার, ১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

নিজ অফিসে খুন ইডেন কলেজের সাবেক উপাধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক

নিজ অফিসে খুন ইডেন কলেজের সাবেক উপাধ্যক্ষ

রাজধানীর বনানী ওল্ড ডিওএইচএসে সৈয়দ রিয়েল এস্ট্রেট নামের একটি প্রতিষ্ঠানের অফিস কক্ষ থেকে মহাব্যবস্থাপক আলী হোসেন মালিকের (৬৮) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছে ভাসানটেক থানার পুলিশ। পুলিশ জানায়, বনানী ওল্ড ডিওএইচএসের ২ নম্বর সড়কের ৫৩/এ নম্বর বাড়ির চতুর্থ তলায় সৈয়দ রিয়েল এস্ট্রেটের অফিস। গতকাল সকাল ৯টার দিকে পুলিশ ওই অফিস থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আলী হোসেন মালিক আগে কবি নজরুল ইসলাম কলেজ, ইডেন মহিলা কলেজ, সোহরাওয়ার্দী কলেজে শিক্ষকতা করতেন। কয়েক বছর আগে তিনি শিক্ষকতা পেশা থেকে অবসর নিয়ে সৈয়দ রিয়েল এস্ট্রেটে মহাব্যবস্থাপক পদে যোগ দেন। ওই প্রতিষ্ঠানটি বনানীর একটি প্লটে বহুতল ভবন নির্মাণ করছিল। বেশি রাত হলে আলী হোসেন নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার অফিসে নিজের কক্ষে থেকে যেতেন। গতকাল সকালে বনানীর নির্মাণাধীন ভবনের কেয়ারটেকার অফিস কক্ষে আলী হোসেনের মরদেহ দেখে পরিবারকে জানান। ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলী হোসেনকে হাত-পা বেঁধে বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এর সঙ্গে ওই ভবনের লোকজন জড়িত। তাদের মধ্যে সেলিম নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও একজনকে এ ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। সাইফুল নামে ওই ব্যক্তি পলাতক। নিহতের ছোট ভাই মনিব মালিক জানান, আলী হোসেন মালিক তার পরিবার নিয়ে মিরপুর ১০ নম্বর সেকশনের আট নম্বর সড়কের সাত নম্বর বাসায় ভাড়া থাকতেন। তার একমাত্র ছেলে খেয়াম মালিক একজন প্রকৌশলী। তাদের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার রেলপাড়ায়।

সর্বশেষ খবর