Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৩ অক্টোবর, ২০১৬ ২৩:১৬
এবার আওয়ামী লীগের কাউন্সিলর হলেন শেখ রেহানা ও পুতুল
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের ২০তম কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে এবার প্রথমবারের মতো কাউন্সিলর হলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা হোসেন ওয়াজেদ পুতুল। তাদের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কাউন্সিলর করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ গত বুধবার বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা আপা ও আমাদের নেত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কাউন্সিলর তালিকায় যথাক্রমে এক, দুই ও তিন নম্বরে রয়েছেন।’ ইতিমধ্যে এ তালিকা কেন্দ্রে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এই পাতার আরো খবর
up-arrow