Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৩ অক্টোবর, ২০১৬ ২৩:১৯
চীনের সঙ্গে চুক্তি পারস্পরিক স্বার্থে হতে হবে
নিজস্ব প্রতিবেদক
চীনের সঙ্গে চুক্তি পারস্পরিক স্বার্থে হতে হবে

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরকে স্বাগত জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা তার সফরকে স্বাগত জানাই। একই সঙ্গে তার এই সফরে ভালো কিছু আশা করছি। গতকাল দুপুরে রাজধানীর একটি হোটেলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিয়ম অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। দুই দেশের সম্ভাব্য চুক্তি সম্পর্কে গয়েশ্বর চন্দ্র উভয় পক্ষের স্বার্থ সংরক্ষণের মাধ্যমেই সব চুক্তি সম্পাদনের আহ্বান জানান। অনুষ্ঠানে স্থায়ী কমিটির অপর সদস্য মির্জা আব্বাস, ভাইস  চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পারস্পরিক স্বার্থ সমন্বয় করে সবার স্বার্থ রক্ষা পায় এমন চুক্তি আমরা সব দেশের সঙ্গে আশা করি। বিএনপির এই নীতি-নির্ধারক বলেন, চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। চীনের সঙ্গে বাংলাদেশে যে সরকারই আসুক, সব সরকারেরই ভালো সম্পর্ক থাকবে। চীনা প্রেসিডেন্টের সফরকালে দুই দেশের মধ্যে কী ধরনের চুক্তি হতে পারে- এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, এ ব্যাপারে আমরা পুরোপুরি অন্ধকারেই আছি। তবে আমরা প্রত্যাশা করব ভালো কিছু হবে। এ সময় তিনি গতবছর বিএনপি প্রতিনিধি দলের চীন সফরের কথা উল্লেখ করে বলেন, তখন আমরা বাংলাদেশের পক্ষে অনেক কিছুই চেয়ে এসেছিলাম। তবুও আমাদের ভাবতে হবে কোন কোন বিষয় আমাদের জন্য উপযোগী। দুই পক্ষের স্বার্থ সংরক্ষণের মাধ্যমেই সব চুক্তি সম্পাদনের আহ্বান জানান তিনি।

এই পাতার আরো খবর
up-arrow