Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৩ অক্টোবর, ২০১৬ ২৩:১৯
ক্যারিয়ারের সেরা অবস্থানে মাশরাফি
ক্রীড়া প্রতিবেদক
ক্যারিয়ারের সেরা অবস্থানে মাশরাফি

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিততে না পারলেও একটা সুখবর পেয়েছেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে উঠেছেন মাশরাফি। ওয়ানডে ক্যারিয়ারে এটিই বাংলাদেশের অধিনায়কের সেরা র‌্যাঙ্কিং। এর আগে ২০০৯ সালে একবার ১০ নম্বরে উঠেছিলেন।

মাশরাফি সর্ব শেষ ম্যাচে দুই উইকেট নিয়ে সাকিব আল হাসানকে টপকে হয়ে গেছেন ওয়ানেডে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। তার উইকেট সংখ্যা এখন ২১৬। সাকিবের উইকেট ২১৫টি। আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ওয়ানডেতে বোলিংয়ে ৬ ধাপ এগিয়েছেন মাশরাফি। তবে দুই ধাপ নিচে নেমে ছয়ে রয়েছেন সাকিব। ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে সেরা ১০-এ এখন বাংলাদেশের দুই ক্রিকেটার। তবে সেরা ১০০তে রয়েছে বাংলাদেশে মোট ১০ বোলার। নতুন র‌্যাঙ্কিংয়ের মাশরাফি-সাকিব ছাড়া ৪৭ নম্বরে রয়েছেন আরাফাত সানি, ৪৮-এ কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, ৫১-তে রুবেল হোসেন, ৬১-তে নাসির হোসেন, ৮২-তে মাহমুদুল্লাহ রিয়াদ, ৮৩-তে তাসকিন আহমেদ, ৯২-তে শফিউল ইসলাম এবং ৯৯-তে আল আমিন হোসেন। সব শেষ দুই সিরিজে মাশরাফি ৬ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট।  সে কারণেই তার উন্নতি। এছাড়া অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষেই আছেন সাকিব আল হাসান।  দুই সিরিজ পর র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন ব্যাটসম্যান মাহমুদুল্লাহ ও তামিম ইকবাল। তামিম একধাপ এগিয়ে রয়েছেন ২২ নম্বরে। আর ৬ ধাপ এগিয়ে ৪২ নম্বরে রয়েছেন মাহমুদুল্লাহ। এক ধাপ পিছিয়ে ১৯ নম্বরে মুশফিকুর রহিম। দলীয় র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ আগের মতো সপ্তম স্থানে থাকলেও রেটিং পয়েন্ট কমেছে তিন। গতকাল শেষ হওয়া ওয়ানডে সিরিজের পর ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে (৩ নম্বর) রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। একই সঙ্গে ৫-০ ব্যবধানে সিরিজ হারার সঙ্গে ৬ রেটিং পয়েন্ট কমেছে শীর্ষে থাকা বিশ্বচ্যাম্পিয়নদের। আর দ্বিতীয় স্থানে থাকা প্রোটিয়াদের রেটিং বেড়েছে ৬।

এই পাতার আরো খবর
up-arrow