রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
মার্কিন নির্বাচন

ট্রাম্পের বিরুদ্ধে আরও অভিযোগ, জরিপে এগিয়ে হিলারি

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আরও দুই নারী যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন। গতকাল গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনা দুই নারী হলেন সামার জারভোস ও ক্রিস্টিন অ্যান্ডারসন। সামার জারভোসের অভিযোগ, ২০০৭ সালে চাকরির কথা বলে লস অ্যাঞ্জেলেসের একটি হোটেলে তাকে ডেকে নেন ট্রাম্প। এরপর যৌন নিপীড়ন করেন। একপর্যায়ে কম বেতনের একটি চাকরির প্রস্তাব দেন এই ব্যবসায়ী। ক্রিস্টিন অ্যান্ডারসনের অভিযোগ,  নব্বইয়ের দশকে নিউইয়র্কের একটি ক্লাবে তাকে যৌন নিপীড়ন করেন ট্রাম্প। ট্রাম্প তার বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের এই গুরুতর অভিযোগগুলো অস্বীকার করেছেন। অভিযোগগুলোকে ‘মিথ্যা’ ও ‘সুনাম নষ্ট করার অপচেষ্টা’ বলে অভিহিত করেন তিনি। ট্রাম্পের বিরুদ্ধে সম্প্রতি বেশ কয়েকজন নারী যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি তোপের মুখে রয়েছেন। অভিযোগগুলো বানানো ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি ট্রাম্পের।

নির্বাচনী জরিপে এগিয়ে হিলারি : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন নির্বাচনী জরিপে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৭ শতাংশ এগিয়ে আছেন। অন্যদিকে ৮ শতাংশ পিছিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। নিজেদের সর্বশেষ নির্বাচনী জরিপে রয়টার্স এ তথ্য জানিয়েছে। ৭ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চলা রয়টার্স/ইপসোস জরিপের ফল প্রকাশিত হয়েছে স্থানীয় সময় শুক্রবার। এতে দেখা যায়, বর্তমানে ৪৪ শতাংশ মার্কিন ভোটার হিলারি ক্লিনটনকে সমর্থন করছেন। অন্যদিকে ট্রাম্পের ওপর সমর্থন আছে মাত্র ৩৭ শতাংশ ভোটারের। বিবিসি।

সর্বশেষ খবর