সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

রেললাইনে সেলফি ট্র্যাজেডি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু তিন শিশুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

রেললাইনে সেলফি ট্র্যাজেডি

মুঠোফোনে ট্রেনের ভিডিও করতে গিয়ে সেই ট্রেনের নিচে কাটা পড়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলে দুজন এবং আশঙ্কাজনক অবস্থায় অন্যজনকে ঢাকায় পাঠানোর সময় পথে মৃত্যু হয়। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর ভূঁইয়াপাড়া-সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো— জেলার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের কাউছার মিয়ার ছেলে শুভ (১২), সরাইল উপজেলার আঁখিতারা ইউনিয়নের কাটানিসার গ্রামের আনিস মিয়ার ছেলে পারভেজ (১৪) এবং ভাদুঘর ভূঁইয়াপাড়ার বাহার মিয়ার ছেলে মইনুল (১২)। শুভ ও পারভেজ দুই দিন আগে ভাদুঘর ভূঁইয়াপাড়ায় তাদের নানা ইদন ভূঁইয়ার বাড়িতে বেড়াতে এসেছিল। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশফাঁড়ির ইনচার্জ এসআই মো. ছানাউল হক জানান, সকালে ভাদুঘর ভূঁইয়াপাড়া এলাকায় বাড়ির পাশে রেললাইনে বসে শুভ, পারভেজ ও প্রতিবেশী মইনুল কথা বলছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রমকালে তারা পাশের রেললাইনে দাঁড়িয়ে মুঠোফোনের ক্যামেরায় তা ধারণ করতে থাকে। ওই সময় উল্টো দিক থেকে আসা ভৈরবগামী বাল্লা লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত মইনুলকে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় নিয়ে যাওয়ার পথে নরসিংদীতে তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর