সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

রিজভীর মুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

রিজভীর মুক্তিতে বাধা নেই

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সর্বশেষ মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ স্থগিত করেনি আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে গতকাল চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ‘নো অর্ডার’ দেন। এর ফলে হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ বহাল রয়েছে উল্লেখ করে আইনজীবীরা জানিয়েছেন, এখন রিজভীর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই। এর আগে বিভিন্ন মামলায় জামিন নেওয়ার পর নাশকতার অভিযোগে রাজধানীর রমনা থানার এক মামলায় ১৩ অক্টোবর হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান রিজভী। এর মাধ্যমে তিনি সর্বশেষ মামলায় জামিন পান। আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম সুমন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। নাশকতার ছয় মামলায় ১৮ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন রিজভী। জামিনের আবেদন নামঞ্জুর করে ওইদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে ৭ সেপ্টেম্বর পাঁচ মামলায় জামিন পান রিজভী। বাকি মামলায়ও ১৩ অক্টোবর হাইকোর্ট থেকে তিনি জামিন পান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর