Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৮ অক্টোবর, ২০১৬ ২৩:০৯
নতুন ইসি যেন মেরুদণ্ডহীন না হয় : এরশাদ
নিজস্ব প্রতিবেদক, রংপুর
নতুন ইসি যেন মেরুদণ্ডহীন না হয় : এরশাদ

জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) মেরুদণ্ডহীন বলে আখ্যা দিয়ে বলেছেন, নতুন যে নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে সেটি যেন বর্তমান কমিশনের মতো মেরুদণ্ডহীন না হয়। সুষ্ঠু নির্বাচনের জন্য সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশনের বিকল্প নেই। নতুন কমিশন সেভাবেই গঠন করবে সরকার, এটাই প্রত্যাশা। তিনি গতকাল দুপুরে রংপুরে তিন দিনের সফরে এসে তার বাসভবন পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এসে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ না করায় ক্ষোভ প্রকাশ করে এরশাদ বলেন, আমরা যখন রাষ্ট্রক্ষমতায় ছিলাম তখন চীনের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল। সেসময় চীনের তৎকালীন প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এসেছিলেন। কিন্তু সম্প্রতি চীনের বর্তমান প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এসে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ না করায় আমরা ব্যথিত ও ক্ষুব্ধ হয়েছি। আমার দলের নেতা-কর্মীরাও ক্ষুব্ধ। তিনি বলেন, বিদেশে রাষ্ট্র ও সরকার প্রধান সফরে এলে তিনি কার কার সঙ্গে কথা বলবেন সে শিডিউল তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। কী কারণে বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাতের শিডিউল করা হয়নি সে বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। বিষয়টি জানতে পারলে তা গণমাধ্যমকে জানানো হবে। এ সময় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, মহানগর আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা উপস্থিত ছিলেন।

এই পাতার আরো খবর
up-arrow