শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সিটিসেল বন্ধ, র‌্যাব পুলিশ নিয়ে অভিযান বিটিআরসির

নিজস্ব প্রতিবেদক

বিটিআরসির পাওনা পরিশোধ না করায় সিটিসেলের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। গত সন্ধ্যায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিমন্ত্রী। এ সময় মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়ে র‌্যাব-পুলিশ নিয়ে অভিযান চালান বিটিআরসির কর্মকর্তারা। এর আগে বিকাল পৌনে ৫টার দিকে বিটিআরসির পরিচালক (এনফোর্সমেন্ট) এয়াকুব আলী ভূইয়া প্যাসিফিক সেন্টারের ওই কার্যালয়ে ঢোকার পরপরই প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলনের ঘোষণা আসে। সংবাদ সম্মেলনে তারানা হালিম বলেন, বিটিআরসির বকেয়া না দেওয়ায় সিটিসেলের তরঙ্গ স্থগিত করা হয়েছে। জানা গেছে, সিটিসেলের কাছে সরকারের পৌনে ৫০০ কোটি টাকা পাওনা ছিল। এ পাওনা না পেয়ে গত জুলাইয়ে সিটিসেলের কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছিল বিটিআরসি। পরের মাসে তাদের নোটিস দেওয়া হয়। ওই নোটিসের পর সিটিসেল আদালতে গেলে আপিল বিভাগ টাকা পরিশোধসাপেক্ষে কার্যক্রম চালিয়ে যেতে সিটিসেলকে দুই মাস সময় বেঁধে দিয়েছিল।

সর্বশেষ খবর