শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
চুয়াডাঙ্গায় সজীব হত্যা

মামলার দুই আসামি বন্দুকযুদ্ধে নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমান সজীব (১৩) অপহরণ ও হত্যা মামলার আসামি সবুজ হোসেন (২৪) ও মোহাম্মদ শাকিল (২৮) বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। বুধবার রাত ৩টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা শান্তিপাড়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত সবুজ চুয়াডাঙ্গার সিঅ্যান্ডবি পাড়ার মৃত হামিদুল ইসলামের ও শাকিল দামুড়হুদার আবদুল কাদেরের ছেলে। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মেজর মনির আহম্মেদ জানান, দর্শনা শান্তিপাড়ায় সন্ত্রাসীদের গোপন বৈঠকের খবর পেয়ে বুধবার রাত ৩টার দিকে র‌্যাব অভিযান চালায়। এ সময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় সবুজ ও শাকিল নিহত হন। তারা দুজন নিহত স্কুলছাত্র সজীব হত্যা মামলার আসামি। ঘটনাস্থল থেকে র‌্যাব একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে। প্রসঙ্গত, ২৯ জুলাই রাতে দামুড়হুদা থেকে নিখোঁজ হয় স্কুলছাত্র সজীব। পরে ঝিনাইদহ র‌্যাব চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবি পাড়ার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে। এদিকে, ১৮ সেপ্টেম্বর একই মামলার প্রধান আসামি সদর উপজেলার আলুকদিয়া ইউপির মেম্বার রাকিবুল ইসলাম রাকিব দামুড়হুদার গোবিন্দহুদায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

সর্বশেষ খবর