শিরোনাম
শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সম্মেলনে যাওয়া নিয়ে বিএনপিতে ধোঁয়াশা

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেওয়া নিয়ে বিএনপিতে    ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে দলের একটি অংশ সম্মেলনে যাওয়ার পক্ষে মতামত তুলে ধরেন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সামনে। কিন্তু  গতকাল রাত ৯টা পর্যন্ত দলীয় প্রধানের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। যদিও বিএনপির বড় একটি অংশই যাওয়ার পক্ষে।

বিএনপির সিনিয়র একাধিক নেতা জানান, গত ৯ বছরে আওয়ামী লীগের অত্যাচার নিপীড়নে অতিষ্ঠ বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা। প্রতিদিনই বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে গালাগাল করা হচ্ছে। বিএনপিকে জঙ্গীর সঙ্গে তুলনা করা হচ্ছে। তাছাড়া বিএনপির সর্বশেষ সম্মেলনে দাওয়াত দেওয়া হলেও আওয়ামী লীগ আসেনি। এ কারণে না যাওয়ার পক্ষেই দলের নীতি নির্ধারকরা। মধ্যসারির একাধিক নেতা জানান, আওয়ামী লীগ গালাগাল করলেও বিএনপি তা করতে পারে না। ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির জন্যই বিএনপির প্রতিনিধি দলের ওই সম্মেলনে যোগদান করা উচিত। এ নিয়ে জনগণের কাছেও একটি ইতিবাচক বার্তা যাবে। এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে গতকাল রাত পৌনে ৯টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘এ বিষয়ে আমি জানি না। বৃহস্পতিবার আমি গুলশান কার্যালয়েও যাইনি। কোনো সিদ্ধান্ত হলে অবশ্যই গণমাধ্যমে জানানো হবে।’ এদিকে গতকাল সকালে এক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সরকারি দলের উদ্দেশে বলেন, আমরা খুশি হয়েছি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা আনন্দিত। আমাদের সম্মেলনে কিন্তু আপনারা আসেন নাই। সৌজন্যবোধ দেখিয়ে  টেলিফোন করে দুঃখ প্রকাশও করে নাই।  কিন্তু আমরা আপনাদের মতো হীনমন্য নই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন,আপনাদের সম্মেলনে যাওয়ার জন্য বলেছেন। বিএনপি  যে একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই প্রমাণ আপনারা আওয়ামী লীগের সম্মেলনের দিন পাবেন ইনশাল্লাহ। আমরা যাব। তবে রাতে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তিনি জানান, দলের চূড়ান্ত সিদ্ধান্ত জানেন না তিনি। আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বিএনপি  চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বৃহস্পতিবার আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ।

সর্বশেষ খবর