Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২১ অক্টোবর, ২০১৬ ২৩:৩২
অভিজিৎ মুখার্জি ঢাকায়
নিজস্ব প্রতিবেদক
অভিজিৎ মুখার্জি ঢাকায়

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে ও বিধান সভার সদস্য অভিজিত মুখার্জি আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছেন। গতকাল তিনি হেলিকপ্টারযোগে ঢাকা থেকে মানিকগঞ্জে যান। এ সময় তার সঙ্গে ছিলেন ভারতের পশ্চিমবঙ্গ কংগ্রেসের সাবেক সভাপতি ও রাজ্যসভার সদস্য অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য। মানিকগঞ্জে তাদের উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। অতিথিরা সার্কিট হাউসে জেলার নেতা এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে চা চক্রে যোগ দেন। এ সময় জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, সুভাস সরকারসহ বিভিন্ন দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অতিথিদ্বয় বক্তব্যে বলেন, বাংলাদেশ আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। বিগত দশ বছরে এদেশের অনেক উন্নতি হয়েছে। দুপুরে তারা গাজীপুরের স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বেলা দেড়টার দিকে হেলিকপ্টারে জেলা শহরের শহীদ বরকত স্টেডিয়াম মাঠে পৌঁছলে গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তাদের স্বাগত জানান। তারা সড়কপথে মো. জাহাঙ্গীর আলমের বাসভবনে গিয়ে ঘণ্টাখানেক সময় কাটান। পরে সড়কপথে ঢাকায় ফিরে আসেন।

এই পাতার আরো খবর
up-arrow