রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

গেলেন বি চৌধুরী নাজমুল হুদাসহ বিভিন্ন দলের নেতারা

নিজস্ব প্রতিবেদক

বিএনপি অংশ না নিলেও দলটির রাজনৈতিক মিত্র বিকল্পধারা আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়েছে। বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে দেখা যায় সম্মেলনের অতিথির আসনে। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের পাশে বসে বি চৌধুরী বক্তৃতা শোনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পাশাপাশি গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন দলের সম্মেলনে যোগ দেন  বিএনপির বহিষ্কৃত নেতা নাজমুল হুদাও। বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব বি চৌধুরীর দল বিকল্পধারা আওয়ামী লীগ সরকারের সমালোচনামুখর। বিএনপি জোটে না গেলেও তাদের বিভিন্ন কার্যক্রমে সমর্থন রয়েছে দলটির। বিএনপি নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগও ছিল বি চৌধুরীর। নাজমুল হুদাকে সম্মেলনে ৩২-দলীয় জোটের প্রধান হিসেবে উল্লেখ করা হয়েছে। বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে বাংলাদেশ জাতীয় জোট নামে নতুন দল গঠনকারী নাজমুল হুদা আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলে যোগ দেওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। সাম্প্রতিক সময়ে বিএনপির বিভিন্ন নীতির চরম সমালোচনাও করেন নাজমুল হুদা। একই সঙ্গে তাকে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করতে দেখা গেছে।

কাউন্সিলে বিভিন্ন রাজনৈতিক দলের অতিথি বক্তারা বলেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে তারা সন্ত্রাস, জঙ্গিবাদ মোকাবিলা করতে সরকারকে সহায়তা করবেন। দারিদ্র্যমুক্ত ও অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে যে কোনো ত্যাগ স্বীকার করবেন। কাউন্সিল অধিবেশনে বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. মো. শাহাদাত হোসেন ও কমিউনিস্ট কেন্দ্রের প্রবীণ নেতা বরুণ রায়। উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মো. সাঈদ খোকন, জাসদ একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, ঐক্যন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, সিপিবির উপদেষ্টা মনজুরুল আহসান খান, সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, ব্যারিস্টার আমীর-উল ইসলাম, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম, বিকল্পধারার মহাসচিব মেজর আবদুল মান্নান (অব.), জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, জাসদ একাংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, মইনুদ্দিন খান বাদল এমপি, ডা. মোস্তাক হোসেন, তরীকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভাণ্ডারী, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, শিল্পী ফকির আলমগীর প্রমুখ।

সর্বশেষ খবর