রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ডিলানকে অভদ্র বললেন নোবেল কমিটির সদস্য

প্রতিদিন ডেস্ক

ডিলানকে অভদ্র বললেন নোবেল কমিটির সদস্য

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন গায়ক ও গীতিকার বব ডিলানের কঠোর সমালোচনা করেছেন নোবেল কমিটির এক সদস্য পার ওয়াস্টবার্গ। রয়্যাল সুইডিশ একাডেমির এই সদস্য ডিলানকে ‘অভদ্র’ ও ‘দাম্ভিক’ বলে মন্তব্য করেছেন। সূত্র : ইন্টারনেট।

এদিকে গত সপ্তাহে নোবেল বিজয়ী হিসেবে বব ডিলানের নাম ঘোষণার পর থেকে এখন পর্যন্ত তিনি এ বিষয়ে জনসম্মুখে কোনো কথা বলেননি। এমনকি সুইডিশ একাডেমি থেকে তাকে কয়েকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। এ অবস্থায় সুইডেনের এসভিটি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াস্টবার্গ বলেন, ‘এটা অভদ্র ও দাম্ভিক আচরণ।’ প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে রবার্ট অ্যালেন জিমারম্যানের নাম ঘোষণা করা হয়, সংগীত বিশ্বে ?যিনি বব ডিলান নামে পরিচিত। তিনি সাহিত্যে ১১৩তম নোবেল বিজয়ী। নাম ঘোষণার দিন সন্ধ্যায় লাস ভেগাসে একটি কনসার্টে অংশ নেন বব ডিলান। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, তখনো তিনি এ বিষয়ে একটি শব্দও উচ্চারণ করেননি। সংবাদ সূত্রগুলো বলছে, প্রতি বছর ১০ ডিসেম্বর নোবেল পুরস্কার বিজয়ীরা সুইডেনের রাজধানী স্টকহোমে দেশটির রাজা কার্ল ষোড়শ গুস্তাফের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন এবং আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে বক্তৃতা দেন। ডিলান এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না— সে বিষয়ে এখনো কমিটির কাছে সঠিক তথ্য নেই। এ প্রসঙ্গে ওয়াস্টবার্গ বলেন, ‘অতীতে কখনো এ ধরনের পরিস্থিতি তৈরি হয়নি।’

সর্বশেষ খবর