রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

হৃদয় থেকে আলাদা হতে পারিনি

নিজস্ব প্রতিবেদক

হৃদয় থেকে আলাদা হতে পারিনি

দুই বাংলা ভূখণ্ডে আলাদা হতে পারে, তবে হৃদয় থেকে কখনো আমরা আলাদা হতে পারিনি বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চ্যাটার্জি। তিনি বলেন, সবসময়ই আমরা এক। রবীন্দ্রনাথ, নজরুল, লালন, জীবনানন্দ দাশ, শামসুর রাহমান দুই বাংলার মানুষেরই অনুপ্রেরণা। গতকাল দুপুরে আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্যে পার্থ চ্যাটার্জি এসব কথা  বলেন। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, সোনার বাংলা তৈরি করতে কাজ করে যাচ্ছেন তিনি। তিনিই ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা করেছেন। পার্থ চ্যাটার্জি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি। পার্থ চ্যাটার্জি বলেন, আওয়ামী লীগ কখনো ইতিহাস বিনির্মাণে থেমে থাকেনি। আওয়ামী লীগ ক্রমেই স্বদেশকে সমৃদ্ধ করে তুলছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বিপর্যয় মোকাবিলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে উন্নত রাষ্ট্রের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

সর্বশেষ খবর