সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বিদেশে থেকে পদে থাকা ঠিক নয় : জয়

নিজস্ব প্রতিবেদক

বিদেশে থেকে পদে থাকা ঠিক নয় : জয়

সম্মেলনের শেষদিনে মধ্যমণি ছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় —বাংলাদেশ প্রতিদিন

আওয়ামী লীগের কাউন্সিলে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিদেশে থেকে দলীয় পদ ধরে রাখা ঠিক নয়। আমি দলের জন্য, দেশের জন্য কাজ করতে চাই।

গতকাল বিকালে আওয়ামী লীগের সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানে দলের গবেষণা সেল সিআরআইয়ের স্টলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয় এ কথা বলেন। দুই দিনের সম্মেলনে তৃণমূল নেতারা  জয়কে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার দাবি তুললে এ বিষয়টি সামনে আসে। যুক্তরাষ্ট্র প্রবাসী সজীব ওয়াজেদ জয় এবারই প্রথম আওয়ামী লীগের কাউন্সিলে কাউন্সিলর হিসেবে যোগ দিয়েছেন। পিতৃভূমি রংপুর থেকে তাকে কাউন্সিলর করে পাঠানো হয়েছে। দুই দিনের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া বাকি সব সেশনেই সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ছিল সবার মাঝে উচ্ছ্বাস। বিভিন্ন জেলা শাখার নেতাদের প্রত্যেকেই জয়কে পদ দেওয়ার কথা বলে বক্তব্য দেন। কিন্তু এখনই আওয়ামী লীগের কমিটিতে আসতে অনাগ্রহ দেখিয়েছেন জয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গতকাল সকালে অধিবেশনে বলেন, ‘জয় এমনিতেই আমার উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ পদে আছেন, আর কোনো পদ তার এখন প্রয়োজন নেই।’

সর্বশেষ খবর