মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এ দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের স্থান নেই : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমরা জঙ্গিবাদ কখনো আশ্রয় দেই না। দেব না। এ দেশের জঙ্গি ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। গতকাল বিকালে গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি (আংশিক) ও জেলার সভাপতি-সাধারণ সম্পাদকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। দলের নবনির্বাচিত নেতাদের আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠন করে ভোটারদের কাছে যেতে হবে। সরকারের উন্নয়ন কাজগুলোর কথা জনগণকে জানাতে হবে। তিনি বলেন, ছাত্রদের ওপর শিক্ষকদের খেয়াল রাখতে হবে। মা-বাবাকে সন্তানের খোঁজ রাখতে হবে। কারও ছেলেমেয়ে যেন বিপথে না যায়, এ ব্যাপারগুলো আপনাদের দেখতে হবে। তিনি বলেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিবাদের বিষয়ে যথেষ্ট সজাগ রয়েছে। তারপরও এ বিষয়টি শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ছেড়ে দিলে চলবে না। আপনাদেরও খেয়াল রাখতে হবে। তিনি বলেন, আপনাদের মনে রাখতে হবে, জনগণের জন্য কাজ করা জাতির পিতা আমাদের শিখিয়েছেন। দেশের কোনো মানুষ নিঃস্ব, ভূমিহীন থাকবে না, দরিদ্র থাকবে না। আপনারা যার যার এলাকার ভূমিহীন মানুষের তালিকা তৈরি করুন। আমরা তাদের ঘরবাড়ির ব্যবস্থা করব, জীবন-জীবিকার ব্যবস্থা করব।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, বর্তমান সরকার কোন কোন খাতে উন্নয়ন করছে, সেসব নিয়ে প্রকাশনা তৈরি করা হয়েছে। জাতীয় সম্মেলনে যারা এসেছেন, তাদের সবাইকে একটি ব্যাগ দেওয়া হয়েছে এবং এর ভেতরে এসব প্রকাশনা দেওয়া হয়েছে। উপস্থিত নেতাদের তিনি বলেন, প্রকাশনাগুলো নিজেরা পড়ার পাশাপাশি জনগণের কাছেও তা তুলে ধরবেন। ভবিষ্যতে মানুষ যেন বলে, এগুলো আওয়ামী লীগ সরকার করেছে। অনেক সরকার আসে যায়, কিন্তু এগুলো যে আওয়ামী লীগ করেছে, সেগুলো মানুষকে বলে দিতে হবে। সরকারের পাশাপাশি দরিদ্র-অসহায় মানুষের সাহায্যার্থে আওয়ামী লীগের নেতা-কর্মী এবং দেশের ধনবানদের এগিয়ে আসারও আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারি কোনো অনুদান ছাড়াই এলাকার স্কুল-কলেজগুলোর সংস্কার করা যায়। আমরা নিজেদের উদ্যোগেই স্কুল-কলেজগুলোর সংস্কার করতে পারি। সরকারের তরফে আমরা তো শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছি, বৃত্তি দিচ্ছি। এ সময় সৈয়দ আশরাফুল ইসলাম, ওবায়দুল কাদের, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন, মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর