মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এখন থেকেই নির্বাচন প্রস্তুতি : কাদের

নিজস্ব প্রতিবেদক

এখন থেকেই নির্বাচন প্রস্তুতি : কাদের

সচিবালয়ে গতকাল সৈয়দ আশরাফুল ইসলাম ও ওবায়দুল কাদের

আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখন থেকেই আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে। নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য। এ ছাড়া দলে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। গতকাল ধানমন্ডি প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে সাধারণ সম্পাদক হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘দলকে তৃণমূল পর্যন্ত গতিশীল করা হবে। আমি শেখ হাসিনার কর্মী। নিজেকে নেতা মনে করি না।’ দলে কোনো বিভেদ আসবে কিনা— জানতে চাইলে তিনি বলেন, দল আরও সংগঠিত ও গতিশীল হবে। তিনি বলেন, ‘আমি জীবনে আঞ্চলিকতার রাজনীতি করিনি। দেশের কোনো একটি অঞ্চলে আমার বাড়ি। কিন্তু সারা বাংলাদেশের দায়িত্ব নিয়ে কাজ করেছি। রাজনীতিতে আমাদের একটা কমিটমেন্ট আছে। আমরা এর বাইরে যেতে পারি না।’ সাংবাদিকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা চমকের কথা শুনেছিলেন। সম্মেলনে আমার নাম প্রস্তাব করেছেন সৈয়দ আশরাফুল ইসলাম। এটিই হচ্ছে বড় চমক। শেখ হাসিনার নেতৃত্বের ম্যাজিক পাওয়ার।’ তিনি বলেন, ‘আজকে মন্ত্রিসভা বৈঠকে সৈয়দ আশরাফুল ইসলামকে দেখলাম। তিনি একদম বিচলিত নন। তার মধ্যে কোনো হতাশা নেই। তিনি একে স্বাভাবিক হিসেবে নিয়েছেন। এটাই আওয়ামী লীগের সৌন্দর্য।’ ওবায়দুল কাদের বলেন, সৈয়দ আশরাফের সাত বছরের নির্দেশনা থেকে পাওয়া অভিজ্ঞতা নিয়ে তিনি কাজ করে যাবেন। তার সঙ্গে মতান্তর হতে পারে, কিন্তু মনান্তর হবে না। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, দু-এক দিনের মধ্যে দলের সম্পাদকমণ্ডলীর এবং তিন-চার দিনের মধ্যে সদস্যদের তালিকা ঘোষণা করা হবে। দুটি খারাপ কাজ ১০টি বড় অর্জনকে ম্লান করে দিতে পারে। তাই সবাইকে আচরণের ব্যাপারে সতর্ক হতে হবে। আওয়ামী লীগের সম্মেলনে বিএনপির যোগ না দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিনন্দন জানিয়েছেন। সেটা মনেপ্রাণে জানিয়েছেন কিনা জানি না। যদি তারা সম্মেলনে আসতেন, তাহলে বুঝতাম। তারা কথা দিয়ে কথা রাখলেন না। সম্মেলনে না আসায় বুঝতে হবে, ডালমে কুচ কালা হ্যায়। পরে জেলা নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ওবায়দুল কাদের। এ সময় তাদের এলাকায় গিয়ে দলকে শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ দেন তিনি। এরপর আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা ওবায়দুল কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাবেক কমিটির নেতা আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুন্নাহার লাইলী, এনামুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর