মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়ল

নিজস্ব প্রতিবেদক

খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের মাসিক সম্মানী ভাতা বাড়িয়েছে সরকার। ‘খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা, ২০১৬’-এর খসড়া এবং ‘খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারবর্গের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি’র প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়ে বলেছেন, তাদের এ ভাতা চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকর হবে। তবে এদের মধ্যে যারা একাধিক ভাতা পান, এখন থেকে তারা একটি ভাতা পাবেন। অর্থাৎ যেটির পরিমাণ বেশি সেই ভাতা পাবেন তারা। মন্ত্রিপরিষদ সচিব জানান, সাতজন বীরশ্রেষ্ঠর বিদ্যমান ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। একইভাবে বীর উত্তমদের ভাতা ১০ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার, বীর বিক্রমদের ৮ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার এবং বীর প্রতীকদের মাসিক ভাতা ৬ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে। দেশে ৬৮ জন বীর উত্তম, ১৭৫ জন বীর বিক্রম এবং ৪২৬ জন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রযেছেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, পঙ্গু মুক্তিযোদ্ধাদের চারটি শ্রেণির মধ্যে ‘এ’ শ্রেণির পঙ্গু মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৩০ হাজার থেকে বাড়িয়ে ৪৫ হাজার, ‘বি’ শ্রেণির পঙ্গু মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার থেকে বাড়িয়ে ৩৫ হাজার, ‘সি’ শ্রেণির পঙ্গু মুক্তিযোদ্ধাদের ভাতা ১৬ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার এবং ‘ডি’ শ্রেণির পঙ্গু মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৯ হাজার ৭০০ থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। পঙ্গু মুক্তিযোদ্ধাদের মধ্যে ‘এ’ শ্রেণিতে ২০ জন, ‘বি’ শ্রেণিতে ১৪৬ জন, ‘সি’ শ্রেণিতে ২ হাজার ৩২৯ জন এবং ‘ডি’ শ্রেণিতে পঙ্গু মুক্তিযোদ্ধার সংখ্যা হচ্ছে ২ হাজার ৫৩২ জন। মন্ত্রিপরিষদ সচিব জানান, একইভাবে শহীদ পরিবারের সদস্যদের মাসিক ভাতা ১৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ১৫ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ২৫ হাজার টাকা। বীরশ্রেষ্ঠ শহীদ পরিবারের মাসিক ভাতা ২৮ হাজার থেকে বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, গতকালের বৈঠকে বাংলাদেশ শিপিং করপোরেশন আইন, ২০১৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় লবণ নীতিমালা, ২০১৬-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর বাইরে বিশেষ মেধা ও যোগ্যতার অধিকারী গবেষক/বিজ্ঞানীদের অবসর গ্রহণের বয়সসীমা বৃদ্ধি-সংক্রান্ত বিষয়ে অবস্থানপত্র অনুমোদন ও সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপরিধি সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে। এদিকে মন্ত্রিসভার বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠক শুরুর আগে আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেন। আর সভাপতিমণ্ডলীর সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পুনর্নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভার সদস্যদের মিষ্টিমুখ করান। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে উপস্থিত হওয়ার পর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান তার একটি ছড়ার বই প্রধানমন্ত্রীকে উপহার দেন। এ বইয়ের ছড়াগুলো ইয়াফেস ওসমান বিভিন্ন সময় মন্ত্রিসভার বৈঠকে পাঠ করেছিলেন। তবে আওয়ামী লীগের কাউন্সিল বা কমিটি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে।

সর্বশেষ খবর