মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

নিজেদের নির্দোষ বললেন প্রধান চার আসামি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নিজেদের নির্দোষ বললেন প্রধান চার আসামি

নারায়ণগঞ্জে  চাঞ্চল্যকর সাত খুন মামলার প্রধান চার আসামিকে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পড়ে শোনানো হয়েছে। অভিযোগ শোনানোর পর তাদের কাছ থেকে আত্মপক্ষ সমর্থনের ব্যাপারে জানতে চাওয়া হয়। গতকাল সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে গ্রেফতার ২৩ আসামির উপস্থিতিতে প্রধান চার আসামি নূর হোসেন, র‍্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন ও লে. কমান্ডার (অব.) মাসুদ রানাকে দণ্ডবিধির ৩৪২ ধারায় তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পড়ে শোনান রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন। চার আসামির মধ্যে নূর হোসেন ও তারেক সাঈদ মুহাম্মদ নিজেদের নির্দোষ দাবি করে আত্মপক্ষ সমর্থনে কোনো সাফাই সাক্ষী বা লিখিত বক্তব্য না দিয়ে বিচারকের কাছে ন্যায় ও সুষ্ঠু বিচার দাবি করেন। অপর দুই আসামি আরিফ হোসেন ও মাসুদ রানা নিজেদের নির্দোষ দাবির পাশাপাশি সাফাই হিসেবে আইনজীবীর মাধ্যমে লিখিত বক্তব্য বিচারকের কাছে উপস্থাপন করেন। বাকি আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ৩১ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। সকাল সোয়া ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলে আদালতের কার্যক্রম। সকালে আসামিদের উপস্থিতিতে মামলার প্রধান আসামি নূর হোসেনকে তার বিরুদ্ধে অন্য আসামিদের জবানবন্দি ও সাক্ষীদের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে উত্থাপিত অভিযোগ পড়ে শোনানো হয়। এ সময় নূর হোসেনকে সাতজন হত্যার পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতা উল্লেখ করা হয়। নূর হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৬৪/৩০২/২০১/১০৯/১২০(খ)/৩৪ ধারায় অপরাধ প্রমাণিত হয়েছে বলে জানানো হয়। তবে অভিযোগ পড়ে শোনানোর সময় কাঠগড়ায় নূর হোসেন ছিলেন নির্লিপ্ত। তার ঠোঁটের কোণে ছিল স্মিত হাসি। দুই মামলায় অভিযোগ পড়ে শোনানোর পর আইন অনুযায়ী নূর হোসেনের কাছে জানতে চাওয়া হয়, ‘অভিযোগের ব্যাপারে আপনার বক্তব্য কী?’ উত্তরে নূর হোসেন বলেন, ‘আমি নির্দোষ।’ এরপর প্রশ্ন করা হয়, ‘আপনি সাফাই সাক্ষী দেবেন কি না?’ নূর হোসেন এ সময় ‘না-সূচক’ উত্তর দেন। পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন বলেন, গতকাল প্রধান চার আসামিকে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পড়ে শোনানো হয়েছে। এরপর তাদের তিনটি করে প্রশ্ন করা হয়। তারা সে প্রশ্নের উত্তর দিয়েছেন। বাকি আসামিদের আগামী ৩১ অক্টোবর তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পড়ে শোনানো হবে। তাদেরও তিনটি করে প্রশ্ন করা হবে। উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে নাসিকের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। ঘটনার তিন দিন পর শীতলক্ষ্যা নদীতীর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর