মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পাকিস্তান সেনাবাহিনী জঙ্গিদের আঁতুড়ঘর

প্রতিদিন ডেস্ক

পাকিস্তান সেনাবাহিনী  জঙ্গিদের আঁতুড়ঘর

পাকিস্তানের সেনাবাহিনী জঙ্গিদের ‘আঁতুড়ঘর’ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। হিনা রাব্বানি আরও বলেন, বিশ্ব থেকে পাকিস্তান পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ার আগে সেনাবাহিনীর উচিত এই পথ থেকে সরে আসা। তাদের এবার নিজেদের ভুল স্বীকার করার সময় হয়েছে। ভুল স্বীকার না করলে নিজেদের শোধরানো অসম্ভব। পাকিস্তানের সেনাবাহিনীর সমালোচনা করে হিনা বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলো জঙ্গিদের আশ্রয় দেওয়ার বিরোধিতা করা সত্ত্বেও সেনাবাহিনীর ভ্রুক্ষেপ নেই। উল্টো জঙ্গিদের সমর্থন করে যাচ্ছে। জেনারেল পারভেজ মোশাররফ ক্ষমতায় থাকাকালে এটা বেশি হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর