শিরোনাম
বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পাকিস্তানে জঙ্গি হামলায় পুলিশ একাডেমি মৃত্যুপুরী, নিহত ৬১

প্রতিদিন ডেস্ক

পাকিস্তানে জঙ্গি হামলায় পুলিশ একাডেমি মৃত্যুপুরী, নিহত ৬১

আবার ভয়াবহ হত্যাযজ্ঞ দেখল পাকিস্তান। এবার জঙ্গি হামলা হয়েছে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের শহর কোয়েটা পুলিশ একাডেমিতে। সেখানে আত্মঘাতী বোমা হামলা ও গোলাগুলি হয় যাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬১ জন। আহত হয়েছেন বহু। সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে পুলিশ একাডেমির কোয়ার্টারে হানা দিয়ে ঘুমন্ত আবাসিকদের ওপর আচমকা হামলা চালায় তিন বন্দুকধারী। প্রায় ৭০০ আবাসিক ছিলেন পুলিশ কোয়ার্টারে। জঙ্গিরা একাডেমিতে ঢুকেই সেখানকার বহু বাসিন্দাকে জিম্মি করে। পরে সেনাবাহিনী কলেজটিতে অভিযান চালিয়ে এক হামলাকারীকে গুলি করে হত্যা করে। ধারণা করা হচ্ছে বাকি দুই জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এ ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস। গত আগস্টেও কোয়েটার একটি হাসপাতালে এক হামলায় ৭০ জন নিহত হন। পাকিস্তানের ডন নিউজের দেওয়া তথ্যানুযায়ী এ হামলায় অন্তত ১২০ জন আহত হয়েছেন। এক পুলিশকর্মী সাংবাদিকদের জানান, ‘আমি দেখলাম মুখ কালো কাপড়ে ঢাকা, হাতে কালাশনিকভ বন্দুক নিয়ে তিন হামলাকারী হঠাৎ গুলি চালাতে শুরু করল। তারপরই দ্রুত ডরমিটরিতে ঢুকে পড়ে ওরা। কিন্তু আমি কোনোরকমে দেয়াল টপকে পালিয়ে আসতে পেরেছি।’ কোয়েটা শহরের ২০ কিলোমিটার পূর্বে অবস্থিত এ বালুচিস্তান পুলিশ কলেজ। প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি সাংবাদিকদের জানান, ‘ওরা প্রথমে ওয়াচ টাওয়ার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। ওয়াচ টাওয়ারের রক্ষীকে হত্যা করে জঙ্গিরা মূল চত্বরে প্রবেশ করে।’ বালুচিস্তান পুলিশের মেজর জেনারেল শের আফগান জানান, ‘প্রায় তিন ঘণ্টা চলে হামলা ও পাল্টা গুলির লড়াই। জঙ্গিদের প্রত্যেকের শরীরেই বোমা লাগানো ছিল। আফগানিস্তানের সঙ্গে তারা যোগাযোগ রাখছিল। দুই জঙ্গির আত্মঘাতী বিস্ফোরণে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।’ তার দাবি, জঙ্গিদের কথোপকথন থেকে অনুমান করা হচ্ছিল তারা লস্কর-এ-জাঙভি জঙ্গিগোষ্ঠীর আল-আলিমি শাখার সদস্য। লস্কর-এ-জাঙভি তেহরিক-ই-তালিবান অনুমোদিত জঙ্গিগোষ্ঠী। যদিও পরে আইএস এ হামলার দায় স্বীকার করেছে। এর আগে ২০০৬ ও ২০০৮ সালেও সন্ত্রাসী হামলার শিকার হয় এই পুলিশ ট্রেনিং একাডেমি। সে সময় কলেজ মাঠে রকেট নিক্ষেপ করে সন্ত্রাসীরা। আট বছরের মাথায় আবারও আক্রান্ত হলো একাডেমিটি। এএফপি, ডন, বিবিসি।

সর্বশেষ খবর