বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বখাটেপনার বলি স্কুলছাত্রী

নিজস্ব প্রতিবেদক ও গাজীপুর প্রতিনিধি

বখাটেপনার বলি স্কুলছাত্রী

গতকাল মুন্নীর মায়ের আহাজারি

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

আর চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈরের কুতুবদিয়া এলাকায়। গতকাল দুপুরে নিহত ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্কুলছাত্রীর নাম মুন্নী আক্তার (১৫)। উপজেলার চাপাইর উচ্চবিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার। মুন্নী চাপাইর ইউনিয়নের কুতুবদিয়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী শহীদের মেয়ে। নিহতের ভাই রিপন জানান, স্কুলে যাওয়া-আসার পথে চাপাইর এলাকার আতাউর সরকারের ছেলে আরাফাত সরকার উত্ত্যক্ত করে আসছিল মুন্নীকে। এ ব্যাপারে আরাফাতের স্বজনদের কাছে বিচার দিলেও তারা বিষয়টি আমলে নেননি। এ নিয়ে আরাফাত বরং মুন্নী ও তার বাবা শহীদকে হত্যার হুমকি দেয়।আরাফাতের যন্ত্রণায় মুন্নীকে স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল বলে স্থানীয়রা জানান। তবে ১ নভেম্বর পরীক্ষা থাকায় সে কয়েক দিন ধরে স্কুলে যাচ্ছিল। এ সময় মুন্নীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিল আরাফাত। সোমবার রাতে পাশের এক বাড়িতে অনুষ্ঠানে যান মুন্নীর পরিবারের লোকজন। এ সুযোগে পূর্বপরিকল্পিতভাবে কৌশলে মুন্নীর ঘরে ঢুকে পড়ে আরাফাত। মুন্নী রাতের খাবার খেয়ে তার ঘরে একা ঘুমিয়ে পড়ে। রাতের কোনো এক সময় আরাফাত তাকে ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করে। কালিয়াকৈর থানার এসআই আবদুল্লাহ আল তাবির জানান, নিজ ঘরের বিছানার ওপর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মুন্নীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

সর্বশেষ খবর