বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

জিডিপি প্রবৃদ্ধি ৭.১১ শতাংশ অর্জিত

নিজস্ব প্রতিবেদক

দেশের ইতিহাসে এই প্রথম মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি সাত শতাংশের ঘর ছাড়িয়ে গেল। চূড়ান্ত হিসাবে গত অর্থবছরে বাংলাদেশে ৭ দশমিক ১১ শতাংশ জিডিপি অর্জিত হয়েছে। এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গত অর্থবছরে দেশের প্রবৃদ্ধি ৭ দশমিক ১১ ভাগ অর্জিত হয়েছে। এর আগে জিডিপি ৭.০৫ ভাগ প্রাক্কলন করা হয়েছিল।

গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি অবহিত করেন। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি-১ সম্মেলন কক্ষের সংস্কার কাজ চলার কারণে কয়েক বছরের মধ্যে এবারই একনেক সভা অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এখানেই প্রধানমন্ত্রীকে বিষয়টি জানান পরিকল্পনামন্ত্রী।

সর্বশেষ খবর