বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশের প্রধান বিপদ চারটি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের প্রধান বিপদ চারটি

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আমরা মনে করি বাংলাদেশের প্রধান বিপদ চারটি— সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, লুটপাটতন্ত্র ও গণতন্ত্রহীনতা। চার দশক ধরে আমরা এই বিপদের মধ্যে বসবাস করছি। বর্তমানে দেশে বৈষম্য বাড়ছে। ঘুষ-দুর্নীতি বাড়ছে। সাধারণ মানুষের সংকট তাদের জীবন-যাত্রাকে অসহনীয় করে তুলছে। গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। বলা হচ্ছে উন্নয়ন আগে, গণতন্ত্র পরে। সেলিম আরও বলেন, হাওয়া ভবনের কথা কেউ ভুলে যায়নি। জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়া এবং হঠকারী সন্ত্রাসী-নীতি অনুসরণের ফলে জনগণ তাদের ওপর আস্থা রাখতে পারছে না। গতকাল পুরানা পল্টনে মুক্তি ভবনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য কংগ্রেসের বিষয়ে বিস্তারিত তুলে ধরার সময় এসব বলেন তিনি। মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আমরা বরাবর বলে আসছি মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের টার্নিং পয়েন্ট। মুক্তিযুদ্ধের পক্ষের সব প্রগতিশীল শক্তির ঐক্যের ভিত্তিতে একটি শক্তিশালী বাম বিকল্প শক্তি গড়ে তোলা জরুরি। আর এটাই আমাদের এবারের কংগ্রেসের মূল আহ্বান। সংবাদ সম্মেলনে সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফরসহ শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, লক্ষ্মী চক্রবর্তী, মাহবুবুল আলম ও আহসান হাবিব লাবলু উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর