বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সবার সম্মতিতে ইসি গঠন করতে হবে

নিজস্ব প্রতিবেদক

সবার সম্মতিতে ইসি গঠন করতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার যেই হোক না কেন নির্বাচন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষ হতে হবে। আলোচনা বড় কথা নয়, সবার সম্মতি ও পরামর্শ নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এমন লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে যারা তাদের মাথা কারও কাছে বন্ধক রাখবেন না। মেরুদণ্ড সোজা রাখবেন এবং সাংবিধানিক অধিকার রক্ষায় দায়িত্ব পালন করবেন। রাজধানীর সেগুনবাগিচায় কচি-কাঁচা মিলনায়তনে গতকাল বিকালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া শিশু-কিশোর মেলা সংগীত প্রতিযোগিতার পুরস্কার প্রদানসহ এ আলোচনা সভার আয়োজন করে। আয়োজক সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাসাস সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ বক্তব্য দেন। নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র এগিয়ে নেওয়া যায়। কিন্তু যারা বর্তমানে নির্বাচন কমিশনে আছেন, তারা মেরুদণ্ডহীন ও অথর্ব। এদের দিয়ে কখনো অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যেমন সম্ভব নয় কোনো দলীয় সরকারের অধীনে। বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘প্রতিনিয়তই মানুষ খুন হচ্ছে, নারী ও শিশু নির্যাতিত হচ্ছে। আমরা বিচার পাই না। তার মূল কারণ হচ্ছে অপরাধগুলোকে রাজনৈতিকীকরণ করা হচ্ছে।’ সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘অপরাধ দমনের চেষ্টা না করে, প্রতিপক্ষ দমন করা শুভ দৃষ্টান্ত নয়। এটা অপরাজনীতি, অপশাসন। এই অপশাসনের দায়ভারও একদিন আপনাদের নিতে হবে।’ তিনি বলেন, র্যাব বলছে তাভেলা সিজারের হত্যার সঙ্গে নব্য জঙ্গিরা জড়িত। অথচ পুলিশের পক্ষ থেকে চার্জশিট দেওয়া হচ্ছে ঢাকা মহানগরী বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে। অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করতে হবে। এতে রাজনীতি সম্পৃক্ত করা হলে অপরাধীরা আড়ালে চলে যায়। তিনি বলেন, জাতীয় কবিও একজন সৈনিক ছিলেন। দখলদার ইংরেজদের বিরুদ্ধে কলম ধরেছেন, জনগণকে উদ্বুদ্ধ করেছেন স্বাধীনতার জন্য। জিয়াউর রহমানও একজন সৈনিক ছিলেন। তিনি চিত্তবিনোদনের জন্য শিশু পার্ক, প্রতিভা বিকশিত করতে শিশু একাডেমি প্রতিষ্ঠা, নতুন কুঁড়ির মতো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

সর্বশেষ খবর