বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ছাত্রীর মৃত্যু, অভিযুক্ত তরুণের আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে স্কুলছাত্রী মুন্নী আক্তারের আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত স্কুলছাত্র আত্মহত্যা করেছে। নিহত ওই স্কুলছাত্রের নাম আরাফাত হোসেন সরকার। সে কালিয়াকৈরের কুতুবদিয়া নয়াপাড়া এলাকার পরিবহন শ্রমিক নেতা আতাউর রহমানের ছেলে। কালিয়াকৈর থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, গাজীপুরের কালিয়াকৈরে স্কুলছাত্রী মুন্নীর আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত আরাফাত সরকারের লাশ গতকাল একই উপজেলার সফিপুরের রতনপুর এলাকায় তার ফুফুর বাড়ির ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে তার লাশ সেখান থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় সে আত্মহত্যা করেছে। তিনি জানান, এর আগে মঙ্গলবার কুতুবদিয়া এলাকায় নিজ ঘর থেকে গলায় ওড়না পেঁচানো শহীদুল ইসলামের মেয়ে মুন্নী আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মুন্নী আক্তার চাপাইর বি বি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। মুন্নীর স্বজনদের অভিযোগ, স্কুলে যাওয়া-আসার পথে মুন্নীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করত আরাফাত। এ কারণে মেয়েটির লেখাপড়া বন্ধের উপক্রম হয় এবং কিছুদিন স্কুলে যাওয়া বন্ধও রাখে। সম্প্রতি সে স্কুলে যাওয়া শুরু করলে আরাফাত আবারও উত্ত্যক্ত করা শুরু করে। এর জের ধরে মঙ্গলবার মেয়েটি নিজের ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। নিয়মিত উত্ত্যক্ত করে আসায় মুন্নীর আত্মহত?্যার পথ বেছে নিয়েছে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আরাফাতের বিরুদ্ধে মুন্নীর বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেন। মুন্নীর লাশ উদ্ধারের পরপরই আরাফাত পার্শ্ববর্তী রতনপুর গ্রামে ফুফুর বাড়িতে পালিয়ে যায় এবং সেখানেই আত্মহত্যা করে।

আরাফাতের মা জানান, বেশ কিছুদিন ধরে আরাফাত ও মুন্নীর মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ সম্পর্ক নিয়ে অভিভাবকদের আপত্তি ছিল। মঙ্গলবার রাতে আরাফাত গোপনে মুন্নীর বাড়িতে যায়। তাদের এক ঘরে পেয়ে মেয়েটির পরিবারের লোকজন মারধর করে আরাফাতকে তাড়িয়ে দেয়। এরপর মেয়েটির আত্মহত্যার খবর শুনে আরাফাত ফুফুর বাড়িতে গিয়ে নিজেও আত্মহত্যা করে। পুলিশ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, আরাফাত ও মুন্নীর একসঙ্গে তোলা একটি ছবি তারা আরাফাতের বাসায় পেয়েছেন। তবে দুই পরিবারের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর