বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

নারী-পুরুষ সমতায় এগিয়ে বাংলাদেশ

প্রতিদিন ডেস্ক

নারী-পুরুষ সমতায় এশিয়া অঞ্চলে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর তুলনায় এ দেশে লিঙ্গ সমতা ঈর্ষণীয়। যদিও শ্রমশক্তিতে অংশগ্রহণ এবং অর্জিত আয়ের ক্ষেত্রে নারী-পুরুষ অসমতা আগের চেয়ে বেড়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ’ সূচকে ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ৭২তম। গতকাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে নারীর ক্ষমতায়নে রেকর্ড অগ্রগতি হয়েছে। এক্ষেত্রে অসমতা উল্লেখযোগ্য পরিমাণ কমেছে। অবশ্য শ্রমশক্তি এবং অর্জিত আয়ে নারী-পুরুষ অংশগ্রহণের ফারাকটা বেড়েছে। সূচকে বাংলাদেশের পরই ভারতের অবস্থান ৮৭তম। এরপরই আছে যথাক্রমে শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং পাকিস্তান। তবে যুক্তরাষ্ট্রের অবস্থার অবনতি হয়েছে। গত বছরের ২৮তম অবস্থান থেকে এবার ৪৫তম-তে পতন ঘটেছে যুক্তরাষ্ট্রের।

সর্বশেষ খবর