বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ভুয়া প্রশ্নপত্র বিক্রি তিন লাখ টাকায়

—শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ভুয়া প্রশ্নপত্র বিক্রি তিন লাখ টাকায়

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্ন তিন লাখ টাকায়ও বিক্রি হয়েছে। প্রশ্ন ফাঁস করার কিছু পেশাদার লোক আছে। তারা দীর্ঘদিন থেকে এ কাজ চালিয়ে আসছে। গতকাল সচিবালয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ভর্তি পরীক্ষার একটি চক্রকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরেছে, যারা ভুল প্রশ্ন প্রচার করেছে। মজার বিষয় হলো, ওই প্রশ্নই তারা বিক্রি করেছে পাঁচ হাজার থেকে তিন লাখ টাকায়। তবে কবে, কারা, কোন পরীক্ষার ভুয়া প্রশ্ন এত টাকায় বিক্রি করেছে তা বলেননি মন্ত্রী। নাহিদ বলেন, এই প্রতারক চক্রের উদ্দেশ্যই হলো প্রশ্ন ফাঁস করে কিছু আয় করা। আবার সরকারকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন এবং শিক্ষা কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতেও প্রশ্নফাঁসের চেষ্টা করা হয়। জেএসসি-জেডিসির প্রশ্ন ফাঁস হওয়ার আশঙ্কা নেই বলেও উল্লেখ করেন মন্ত্রী। আগামী ১ নভেম্বর শুরু হবে জেএসসি ও জেডিসি পরীক্ষা। শেষ হবে ১৭ নভেম্বর।

ভর্তি পরীক্ষার উদ্দেশ্যই হলো বাদ দেওয়া : বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার মান যাচাই করা যাবে না মন্তব্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সাংবাদিকদের বলেন, ভর্তি পরীক্ষার উদ্দেশ্যই থাকে পরীক্ষার্থীকে বাদ দেওয়া। ছেলেমেয়েদের গুণগত মান বাড়ছে না— যারা এমন বলছেন তারা সঠিক বলছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে একটি আসনের বিপরীতে ৪০ জনের আবেদন করার কথা জানিয়ে নাহিদ বলেন, ওখানে পাস-ফেলের ব্যাপার নেই। এক ঘণ্টায় তারা বাছাই করছেন কীভাবে আসনপ্রতি ৩৯ জনকে বাদ দেওয়া যায়। ৩৯ জনকে বাদ দেওয়ার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়।

সর্বশেষ খবর