শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেনি বিএনপি

---------এস এম এ ফায়েজ

বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেনি বিএনপি

ওয়ান-ইলেভেনে ফখরুদ্দীন- মইনুদ্দিন সরকারের আমলে বিএনপি ‘বুদ্ধিমত্তা’র পরিচয় দিতে পারেনি বলে মন্তব্য করেছেন ওই সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ  ফায়েজ। তিনি বলেন, ‘বিএনপি অতীতে বেশ কিছু ভুল করেছে। মোটাদাগে ওয়ান-ইলেভেনেও কিছু ভুল করেছে। তারপর ২০১৪ সালে প্রধানমন্ত্রী যখন বেগম খালেদা জিয়াকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, তখন তা যথাযথভাবে ব্যবহার করার সুযোগ হারিয়েছে বিএনপি। প্রধানমন্ত্রীর টেলিফোনের সাড়া দেওয়া উচিত ছিল। রাজনৈতিক কৌশল গ্রহণ করতে পারেনি। নিজের দলের স্বার্থেই বেগম জিয়াকে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেওয়া উচিত ছিল। ওই সময় সতর্কতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেনি দলটি। ওয়ান-ইলেভেনের আগে ও পরে এরকম আরও অনেক ভুল করেছে বিএনপি।’

তিনি বলেন, ‘বিএনপির এখন উচিত হবে, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নিজেকে শক্তিশালী করা। একই সঙ্গে নিজেদের মধ্যে আত্মবিশ্বাসও বাড়াতে হবে। ১০ বছর ইজ অলরাইট। তবে যখন বিএনপি দেশ পরিচালনার সুযোগ পাবে, তখন তাদের সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। বিগত সময়ের ভুলগুলো যেন না হয়। জনগণের ওপর আস্থা রাখতে হবে। কারণ, জনগণ কখনোই সিদ্ধান্ত দিতে ভুল করে না। সত্যিকার অর্থে ক্লিন ইমেজের নেতাদের সামনের সারিতে রাখতে হবে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ক্লিন ইমেজ রয়েছে। বিএনপির সৌভাগ্য, তার মতো ব্যক্তিকে দলের মহাসচিব করতে পেরেছে। এরকম নেতাদের সামনে নিয়ে আসতে হবে। তাদের উপরে নিয়ে আসতে হবে।’

এস এম এ ফায়েজ বলেন, ‘ক্ষমতাসীন সরকারেরও দায়িত্ব অনেক। বিশেষ করে গণতন্ত্রের স্বার্থে শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন। নইলে জনগণের ওপর আস্থা বেশিদিন ধরে রাখা যায় না। বিএনপির গণতান্ত্রিক কর্মসূচিতে সরকার যেন বাধা না হয়ে দাঁড়ায়—সরকারকে তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা জরুরি। একইভাবে বিএনপি ক্ষমতায় এলে বিরোধী দলের প্রতিও অনুরূপ আচরণ করা উচিত। কোনোভাবেই প্রতিহিংসার রাজনীতিতে জড়ানো ঠিক হবে না। এতে কারোই মঙ্গল হয় না। বিএনপি যদি জনগণের ওপর আস্থা রেখে ক্লিন ইমেজ ও সাহসী নেতৃত্বকে সামনে রাখতে পারে, তাহলে তারা সামনে অনেকদূর এগোতে পারবে বলে আমার বিশ্বাস।’

বিগত সময়ে বিএনপির দেশ পরিচালনার প্রেক্ষাপট তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য বলেন, ‘১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন প্রথম দফায় বিএনপি যখন ক্ষমতায় এলো, তখন দলটি ছিল ক্লিন ইমেজের। কোনো কালিমা ছিল না। দল ও দেশ পরিচালনায় তারা ছিল সফল। বিএনপি দ্বিতীয়বার থাকার সময় তার ওপর প্রতি জনগণের আস্থা কমে যায়। রাজনৈতিক দল হিসেবে এটা বিএনপি বিশ্লেষণ করলে অনেক উত্তরই খুঁজে পাবে। বিএনপির প্রথম আমলে আমি পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলাম। তখন বিএনপিকে দেখেছি, ক্লিন ইমেজে সরকার ও দল পরিচালনা করছে। পরবর্তীতে কেন সেই ইমেজের ঘাটতি হলো তার বিশ্লেষণ হওয়া উচিত।’

সর্বশেষ খবর