শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
ঢাকা টেস্টে বৃষ্টির শঙ্কা

জয়ের টার্গেটেই নামবে টাইগাররা

মেজবাহ্-উল-হক

সন্ধ্যার আগেই কাভার দিয়ে ঢেকে দেওয়া হয় পুরো মাঠ। সকালে বৃষ্টির পর দুপুরে ছিল ঝলমলে রোদ। কিন্তু বিকাল থেকেই শুরু হয় ঝুম বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’ এর প্রভাবে আজও ঢাকায় বৃষ্টি হতে পারে!  তবে এ নিয়ে মোটেও চিন্তা করছেন না অধিনায়ক মুশফিকুর রহিম। টাইগার ক্যাপ্টেনের ভাবনায় কেবল পারফরম্যান্সের ধারাবাহিকতাটা ধরে রাখা। চট্টগ্রাম টেস্ট যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই ঢাকা টেস্ট শুরু করতে চায় বাংলাদেশ। চট্টগ্রামে তীরে এসে তরী ডুবে গেলেও ওই ম্যাচেই ইংল্যান্ডকে হারানোর মন্ত্র খুঁজে পেয়েছেন মুশফিক। মুখে কিছু না বললেও ইংল্যান্ডকে হারানোর স্বপ্নই দেখছেন টাইগার ক্যাপ্টেন। মুশফিক বলেন, ‘সামনে এগিয়ে যাওয়া ছাড়া কোনো গতি নেই আমাদের। আমরা যতই ভালো খেলি না কেন, ম্যাচ হেরেছি। সেই আক্ষেপ তো অবশ্যই আছে। সবার ভিতরে সেই জেদও আছে।’ ওয়ানডেতে বাংলাদেশ যতটা ধারাবাহিক টেস্টে তেমনটা নয়। বরং প্রথম ম্যাচে ভালো করলে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষের কাছে আত্মসমর্পণ করে বসে থাকে। তবে এবার সতর্ক মুশফিক। জয়ের চিন্তা মাথায় রেখেই মাঠে নামছেন আজ। এদিকে প্রথম টেস্ট জিতে যাওয়ায় ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক ঢাকা টেস্টে এক্সপেরিমেন্ট চালানোর সুযোগ পেয়েছেন। ভারত সফরের আগে একাদশের বাইরের ক্রিকেটারদের ঝালিয়ে নিতে চাচ্ছেন। ইংল্যান্ড দলে দুটি পরিবর্তন। পেসার স্টুয়ার্ট ব্রডকে বিশ্রামে রেখে তার জায়গা খেলানো হবে স্টিভেন ফিনকে। এছাড়া অভিষেক হতে যাচ্ছে স্পিনিং অলরাউন্ডার জাফর আনসারির। আর গ্যারেথ ব্যাটির পরিবর্তে খেলবেন তিনি। টেস্টে অভিষেকের আগেই আনসারির ভিতর অনেকে ইংল্যান্ডের প্রখর মেধাবী ক্রিকেটার মাইক বেয়ারলের ছায়া দেখতে পাচ্ছেন। বাংলাদেশ দলেও একটি পরিবর্তন দেখা যেতে পারে। শফিউলের জায়গায় একাদশে দেখা যেতে পারে মোসাদ্দেক হোসেন সৈকতকে। তবে উইকেটের কন্ডিশন দেখেই সকালে একাদশ সাজাবে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে শুভাগত হোমকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু নেই।

তবে এটা পরিষ্কার যে, উইকেট স্পিন স্বর্গ বানিয়ে চট্টগ্রামের মতো ঢাকায় দুই পেসার খেলানোর বিলাসিতা দেখাচ্ছে না বাংলাদেশ। তাই দলে সুযোগ পেলেও অভিষেকের জন্য আরও অপেক্ষা করতে হচ্ছে পেসার শুভাশিষ রায়কে। এই টেস্টেও কামরুল ইসলাম রাব্বিকে সুযোগ দিতে চাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

সর্বশেষ খবর