শিরোনাম
শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

নির্বাচন কমিশনকে শক্তিশালী হতে হবে

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনকে শক্তিশালী হতে হবে

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করতে হবে। একজন  নিরপেক্ষ ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার করতে হবে। তাকে অবশ্যই সাহসী ও নিষ্ঠাবান হতে হবে, যিনি আইন ছাড়া কাউকে ভয় পান না। নির্বাচন ব্যবস্থা এখন  জাতির কাছে প্রশ্নবিদ্ধ। জাতীয় প্রেসক্লাবের হলরুমে গতকাল স্বাধীনতা ও মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বি চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচন করতে সবার সঙ্গে আলোচনায় বসতে হবে। সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। বিএনপির কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি দিতে হবে। বিএনপি নেতাদের কথা বলার অধিকার দিতে হবে। তাদের বিরুদ্ধে করা মামলা স্থগিত করতে হবে। তিনি বলেন, নির্বাচন গণতান্ত্রিক সরকারের প্রথম ধাপ। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন ত্রুটিমুক্ত ভোটার তালিকা। এ জন্য সবার আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা সংশোধন করতে হবে। কেননা ভোট দেওয়ার অধিকার সবার রয়েছে। কেউ ভোট দেবে আর কেউ দেবে না, এটা হতে পারে না। তিনি বলেন, ‘আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেশ ভালো ও ভদ্র মানুষ। তার ভালো সাধারণ সম্পাদক হওয়ার সুযোগ আছে।’ সংগঠনের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান, মুসলিম লীগের মহাসচিব আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক এস এইচ খান আসাদ প্রমুখ।

সর্বশেষ খবর