শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বিরোধ নেই র‌্যাব পুলিশে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিরোধ নেই র‌্যাব পুলিশে : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, র‌্যাব পুলিশেরই একটি ইউনিট। সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ, শিল্পপুলিশ, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশের মতো র‌্যাবও পুলিশের একটি ইউনিট। র‌্যাবও আইজির তত্ত্বাবধানে পরিচালিত একটি বাহিনী। এলিট ফোর্স হওয়ায় র‌্যাব নিয়ে আমরা গর্ব করি। একই পরিবারের ভাই-বোন,  ভাই-ভাইয়ের মধ্যে বিরোধ থাকে। এ ধরনের বিরোধ থাকতেই পারে। এটা বড় কিছু নয়, কোনো কনফ্লিক্ট নেই। এটা এমনি এমনিই শেষ হয়ে যায়। র‌্যাব-পুলিশের দ্বন্দ্ব নিয়ে গণমাধ্যমে যেটা এসেছে, সেটা দুঃখজনক। সেটা না আসাই উচিত ছিল। গণমাধ্যমের বিষয়টি পজেটিভলি দেখা উচিত, যে এটা বড় কিছু নয়। আমরা সবাই একসঙ্গে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য একটাই— আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মানুষকে স্বস্তি ও নিরাপত্তা দেওয়া। সেই অভিষ্ট লক্ষ্য সামনে রেখে সব আইনশৃঙ্খলা বাহিনী পারিবারিক বন্ধনের মধ্য থেকে একযোগে কাজ করে যাচ্ছে। আমাদের (র‌্যাব-পুলিশ) মধ্যে কোনো বিরোধ নেই। কোনো সমস্যা নেই। গতকাল বেলা সাড়ে ১১টায় বরিশাল আরআরএফ পুলিশ লাইনসের নবমির্মিত ব্যারাক ভবন উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি। এর আগে নবনির্মিত ব্যারাক ভবন উদ্বোধনের পর মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আইজিপি। এ সময় মেট্রোপলিটন কমিশনার এস এম রুহুল আমিন, বরিশাল রেঞ্জের ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন, বিএমপির অতিরিক্ত কমিশনার মো. সায়েদুর রহমান, উপপুলিশ কমিশনার (সদর) মো. হাবিবুর রহমান খান, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) উত্তম কুমার পাল ও জেলা পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর