শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মক্কা লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

প্রতিদিন ডেস্ক

সৌদি আরবের মক্কায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মক্কার কাছে এটিকে ভূপাতিত করে সৌদি জোট। গতকাল সৌদি নেতৃত্বাধীন জোট এ তথ্য জানিয়েছে।

জোট বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হুতি বিদ্রোহীরা বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্তের ওপারে তাদের সাদা প্রদেশের ঘাঁটি থেকে ‘মক্কা এলাকার  দিকে’ ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে। বিবৃতিতে আরও বলা হয়, ‘সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মক্কা থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত ও ধ্বংস করতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’ মক্কা নগরীকে পবিত্র নগরী হিসেবে বিবেচনা করে থাকে মুসলমানরা। বুরকান-১ নামে একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দিকে তাক করার কথা হুতি বিদ্রোহীরা নিজেদের অফিশিয়াল নিউজ এজেন্সির মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে স্বীকার করলেও তারা বলছে,  ক্ষেপণাস্ত্রটিকে তারা মক্কা নয় বরং জেদ্দায় সৌদির ব্যস্ততম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ছুড়েছিলেন। মক্কা ইয়েমেন সীমান্ত থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত। এই নিয়ে চলতি মাসে দ্বিতীয় বারেরমতো বিদ্রোহীরা এতটা দূরত্বে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বলা হয়, ৯ অক্টোবর তারা তায়েফের কাছে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। হুতিরা ইতিমধ্যে ভূমধ্যসাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে এর আগে দুদফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। যদিও দুটি ক্ষেপণাস্ত্রই লক্ষ্যভ্রষ্ট হয়।  গত বছরের মার্চ মাস থেকে সৌদি নেতৃত্বাধীন জোট বিদ্রোহীদের বিরুদ্ধে বোমা হামলা চালাচ্ছে। বিদ্রোহীদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সৌদি আরব প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। গত বছরের মার্চ মাস থেকে ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব। শিয়াপন্থি হুতি বিদ্রোহীদের দমন করে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হাদিকে ফের ক্ষমতায় বসাতে চায় রিয়াদ। ইয়েমেনে গত দেড় বছরের সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় নিহত হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। দ্য ইন্ডিপেন্ডেন্ট

সর্বশেষ খবর