সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ঢাকায় পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক ঘটনায় পুলিশের সোর্সসহ দুজন খুন হয়েছেন। এদের মধ্যে পল্লবীতে মানিক মিয়া (৪০) নামে পুলিশের এক সোর্সকে কুপিয়ে এবং দক্ষিণখানে নার্গিস আক্তার (২৫) নামে এক গার্মেন্ট কর্মীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  দাদন ফকির জানান, গতকাল ভোরে কালশী মোড়ে মানিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। মানিক পুলিশের সোর্স ছিল কিনা এ বিষয়ে তারা এখনো নিশ্চিত নয়। তিনি কখনো মানিককে পুলিশের সোর্স হিসেবে কাজ করতে দেখেননি। তবে শুনেছেন এক সময় মানিক সোর্স হিসেবে কাজ করত। পূর্ব শত্রুতার জের ধরেই মানিককে হত্যা করা হতে পারে। মানিককে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। স্থানীয়রা জানান, মানিক পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। তিনি পল্লবীর ১২ নম্বর সেকশনের ধ-ব্লকের ৩০১/৩০২ নম্বর বাড়িতে থাকতেন। নিহতের বাবার নাম কিতাব আলী। তাদের বাড়ি নওগাঁর দামুরহাট থানার ভর্তা গ্রামে। এদিকে শনিবার রাতে দক্ষিণখানের আশকোনা এলাকার একটি বাড়ি থেকে গার্মেন্ট কর্মী নার্গিসের লাশ উদ্ধার করে পুলিশ। তার স্বামী হাবিব রং মিস্ত্রি। নিহতের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর থানার খন্দকার কান্দি গ্রামে। এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, পারিবারিক বিরোধের জের ধরে নার্গিসকে শ্বাসরোধে হত্যার পর লাশ রেখে পালিয়েছে স্বামী হাবিব। এ ঘটনায় নিহতের ভাই শাকের বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। নার্গিসের স্বামী হাবিবকে ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর