শিরোনাম
সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

র‌্যাব-পুলিশ ইস্যু প্রধানমন্ত্রী কার্যালয়ে

নিজস্ব প্রতিবেদক

পুলিশ ও র‌্যাবের মধ্যকার দূরত্ব কমাতে অবশেষে প্রধানমন্ত্রী কার্যালয়ের হস্তক্ষেপ করতে হচ্ছে। সম্প্রতি পুলিশ ও র‌্যাবের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে র‌্যাবের পক্ষ থেকেও পুলিশের বিরুদ্ধে  অভিযোগ করা হয়। শুধু তাই নয়, স্পর্শকাতর মামলার পুলিশ তদন্ত নিয়েও প্রশ্ন তোলে র‌্যাব। পুলিশও পাল্টা জবাব দেয়। পুলিশ ও র‌্যাবের এমন প্রকাশ্য দ্বন্দ্বে তোলপাড় শুরু হয় সারা দেশে। সরকারও বিব্রত। স্বরাষ্ট্রমন্ত্রী র‌্যাব ও পুলিশের এই দ্বন্দ্বের কথা স্বীকার করেননি। স্বীকার করেননি পুলিশ প্রধানও। তিনি ভাই বোনের দ্বন্দ্বের সঙ্গে তুলনা দিয়েছেন এই দ্বন্দ্বকে। কিন্তু পুলিশ ও র‌্যাবের দূরত্ব ক্রমশ বাড়তেই থাকে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুলিশ ও এলিট ফোর্স র‌্যাব মুখোমুখি অবস্থানে সরকার বিব্রত।

সরকারের শীর্ষ মহল বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন। সংশ্লিষ্টদের বিষয়টি মিটিয়ে ফেলতে দায়িত্ব দেওয়া হলেও কার্যত পুলিশ-র‌্যাবের মধ্যে দূরত্ব কমেনি। এমনই এক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই বিষয়টি মিটিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়। সূত্র জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান ও র‌্যাব প্রধানকে নিয়েই প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হওয়ার কথা ছিল রবিবার। কিন্তু তা পিছিয়ে মঙ্গলবার করা হয়েছে। আগামীকাল এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে সূত্র জানিয়েছে। জানা গেছে, পুলিশ ও পুলিশের সহায়কশক্তি র‌্যাবের মধ্যকার এই দ্বন্দ্ব এখন আর গোপন নেই। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতরে পুলিশের কতিপয় সদস্যের বিরুদ্ধে র‌্যাব প্রধানের লিখিত অভিযোগের বিষয়টি ফাঁস হওয়ার পর তোলপাড় শুরু হয়েছে সংশ্লিষ্ট মহলে। র‌্যাব প্রধানের লিখিত ওই অভিযোগে বলা হয়, ‘র‌্যাব সদস্যদের পুলিশ হেনস্থা করছে, দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্রধারী দুটি দলের মধ্যে বড় ধরনের দুর্ঘটনা সৃষ্টি হতে পারে। এ ছাড়া পুলিশ বাহিনী তথা সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হতে পারে।’ অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, পুলিশ ও র‌্যাবের মধ্যে দূরত্ব আমাদের জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। দুই বাহিনীর দ্বন্দ্বে দুর্বৃত্তরা আরও বেপরোয়া হয়ে উঠবে। সরকারের উচিত খুবই কঠোর ও সতর্কতার সঙ্গে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া।

সর্বশেষ খবর