সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পরিষ্কার করা হবে দলের আবর্জনা

—ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

পরিষ্কার করা হবে দলের আবর্জনা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  বলেছেন, আওয়ামী লীগকে শক্তিশালী করতে ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে দলের মধ্যে থাকা আবর্জনা পরিষ্কার করা হবে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ এত বড় দল, এত বড় পরিবার; সমস্যা তো আছেই। পরিবারের মধ্যে কিছু ছোটখাটো সমস্যা থাকে। বাস্তবতা অস্বীকার  করে তো লাভ নেই। আবার ক্ষমতায় এলে, দলে যে কিছু ট্রাশেস ঢুকে গেছে, কিছু আবর্জনা, কিছু প্যারাসাইট তারা এখানে-ওখানে নানান সমস্যা সৃষ্টি করে, এগুলোকে আমরা ঠিকঠাক করব।’ গতকাল বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘উন্নয়ন ও সমসাময়িক রাজনীতি’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন তিনি। সচিবালয়ে বিএসআরএফ কার্যালয়ে আয়োজিত এ সংলাপে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্যামল সরকার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।

ওবায়দুল কাদের বলেন, ‘ঘর যদি ডিসিপ্লিনড না হয় তাহলে বাইরে আমরা কী করে ডিসিপ্লিনড করব। আপন ঘরকে ডিসিপ্লিনড করতে হবে। উন্নয়ন ত্বরান্বিত করতে হলে পার্টিকে তার সঙ্গে তাল মেলাতে হবে। সরকার শক্তিশালী, দল দুর্বল— এ অবস্থায় আমরা উন্নয়নের ফসল ঘরে তুলতে পারব না। এ লক্ষ্যেই এবারকার জাতীয় সম্মেলন।’ দলে শুদ্ধি অভিযানের পরিকল্পনা আছে কিনা— সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, অলরেডি বলে দেওয়া হয়েছে, অপকর্ম যারা করছে, যারা দলের সম্মান ক্ষুণ্ন করছে, তারা যদি সংশোধন না হয়, পরবর্তী নির্বাচনে তাদের নমিনেশনের বিষয়টি প্রশ্নবিদ্ধ হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২০১৪ সালের জাতীয় নির্বাচন বয়কট করলেও আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে। বিএনপি নির্বাচনে আসবে এবং ভালোভাবেই আসবে। বিএনপি আগের ভুলের পুনরাবৃত্তি করবে না। আগের ভুলের চোরাবালিতে অনন্তকাল তারা আটকে থাকবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি কেউ না আসে তাহলে আমরা কী করব?’ ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভয়কে জয় করতে পারেনি। আন্দোলনেও পারেনি, নির্বাচনেও পারেনি। তারা একটা ভয়ের মধ্যে আছে। সংকটে আছে। এত বড় একটা দল, ৫০০ লোকের মিছিল করতে পারে না। তিনি বলেন, ‘বিএনপি শক্তিশালী দল। তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করছি। এখনো আওয়ামীবিরোধী শক্তি বিএনপির ব্যানারেই শেল্টার নেয়, ওই ছায়াতেই তারা আশ্রয় নেয়। কাজেই ওরা খুব দুর্বল, তা আমি মনে করি না।’ রাজনৈতিক সংলাপ নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংলাপ হতে পারে। তবে এ মুহূর্তে সংলাপের কোনো প্রয়োজনীয়তা নেই। তিনি বলেন, ‘দেশের প্রয়োজনে সংলাপ শেখ হাসিনা করবেন। কিন্তু এ মুহূর্তে সংলাপের প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’ নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সংবিধানে যেভাবে আছে, সেভাবেই হবে। বিএনপি মহাসচিবের এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশে জঙ্গি হামলার আশঙ্কা এখনো রয়েছে। আমরা যদি মনে করে টেররিস্টরা থেমে গেছে, পুলিশি অভিযানের ভয়ে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে, এ রকম ভাবাটা মোটেও সঠিক হবে না। তারা এখনো হয়তো তলে তলে আরও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। কাজেই এটা একটা চ্যালেঞ্জ। নীরবতার মধ্যেই ঝড় আসে।’

সর্বশেষ খবর